আজকাল ওয়েবডেস্ক : পোস্ট অফিস সাধারণ মানুষের অনেক বড় নির্ভরতার জায়গা। যদি আপনার টাকা সেখানে রেখে ডাবল হয়ে যায় তাহলে কেমন হবে। সমাজের বিভিন্ন স্তরের মানুষ বিনিয়োগ করেন। কিন্তু অনেক সময় তারা এই প্রশ্নের সামনে আসেন কোথায় তারা বিনিয়োগ করবেন।

 

সেখানে সরকারি ব্যাঙ্ক থেকে শুরু করে পোস্ট অফিসে বিনিয়োগ করাই বেশিরভাগ মানুষ নিরাপদ বলে মনে করেন। কিন্তু ব্যাঙ্ককে বর্তমানে হারিয়ে দিয়েছে পোস্ট অফিস। সেখানে এমন কয়েকটি স্কিম রয়েছে যেখানে বিশেষ অফার থাকে। সেগুলি সম্পর্কে অনেকেই হয়তো জানেন না। অনেকে আবার স্টক মার্কেটে বিনিয়োগ করে থাকেন। তবে সেখানেও বিনিয়োগ করার অর্থ হল বিশাল ঝুঁকি থেকে যাওয়া।

 

পোস্ট অফিসের ৫ বছরের স্কিম রয়েছে। সেখানে যদি টাকা বিনিয়োগ করতে পারেন তাহলে ৫ বছরের মধ্যে সেই টাকা ডাবল হয়ে যাবে। যতবেশি টাকা বিনিয়োগ করবেন ততই বেশি লাভ দেখবেন। সুদের হার সেখানে রয়েছে ৭.৫ শতাংশ। যদি হাতে বেশি সময় নেই বলে অনেকে মনে করেন তারা যদি ২ লক্ষ টাকা ২ বছরের জন্য বিনিয়োগ করেন তাহলে ২৯ হাজার ৭৭৬ টাকা সুদ পাবেন। যদি এই পরিমান টাকা ১ বছরের জন্য বিনিয়োগ করেন তাহলে ১৪ হাজার ১৬১ টাকা সুদ পাবেন। যত বেশি বিনিয়োগ করবেন ততই বেশি মুনাফা হবে।