আজকাল ওয়েবডেস্ক: এক ভয়াবহ সিসিটিভি ফুটেজ সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। পুনেতে এক তরুণীর তার বিড়ালকে নির্মমভাবে আক্রমণ করতে দেখা যাচ্ছে। ভিডিও ভাইরাল হতেই ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। তরুণী বারবার বিড়ালটিকে মাটিতে ফেলে দিচ্ছে। পরক্ষণেই আবার নির্মমভাবে বাতাসে ছুঁড়ে মারছে। ভয়ানক ফুটেজটি অনলাইনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। নৃশংস আচরণের নিন্দা জানিয়েছেন নেটিজেনরা৷ 

ফুটেজে দেখা যায়, অভিযুক্ত তরুণী করিডোরে দাঁড়িয়ে একটি বিড়ালকে আক্রমণ করছে৷ তার ঘরে ঢোকার চেষ্টা করছে বিড়ালটি। রেগে গিয়ে সে বারবার বিড়ালটিকে প্রথমে বাতাসে ছুঁড়ে মারে, তারপর মাটিতে আছড়ে ফেলে। নিষ্পাপ প্রাণীটি পালানোর চেষ্টা করে। কিন্তু তরুণী তাকে অনুসরণ করে। আচমকা বিড়ালটিকে চড় মেরে অন্য দিকে ছুঁড়ে মারে। 

সুত্রে জানা গিয়েছে, অভিযুক্ত তরুণী ছত্তিশগড়ের ছাত্রী। পার্টনারের সঙ্গে পুনেতে থাকে। সোসাইটি ফর অ্যানিমেল সেফটি সদস্য জানিয়েছেন যে, তরুণীর পরিচয় শনাক্ত করা সত্ত্বেও তার নিরাপত্তার জন্য নাম প্রকাশ্যে আনা হয়নি। 

সোশ্যাল ভিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে মন্তব্যের বন্যা। অনেকেই তার ভর্তি বাতিল করার কথা বলেছেন। কেও তার মানসিক চিকিৎসার পরামর্শ দিয়েছেন৷ স্থানীয়রা ঘটনার প্রতিবাদে পুলিশকে জানায়। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তরুণীকে। বর্তমানে পুরো ঘটনা পর্যবেক্ষণে রাখা হয়েছে৷