আজকাল ওয়েবডেস্ক:  ৯২ বছর বয়সে প্রয়াত দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। কংগ্রেস অন্তপ্রাণ এই শিক্ষাবীদকে হারিয়ে শোকস্তব্ধ রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী। সমাজ মাধ্যমে এই দুই কংগ্রেস সাংসদই প্রয়াত নেতার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন। 

রাহুল গান্ধী এক্স হ্যান্ডেলে লিখেছেন, "মনমোহন সিংজি অপার প্রজ্ঞা ও সততার সঙ্গে ভারতকে নেতৃত্ব দিয়েছিলেন। তার নম্রতা এবং অর্থনীতির গভীর উপলব্ধি জাতিকে অনুপ্রাণিত করেছিল। মিসেস কৌর এবং পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা। আমি একজন পরামর্শদাতা এবং পথপ্রদর্শককে হারালাম। যাঁরা আমরা তাঁর কাজের প্রশংসা করেছিলাম সকলেই অত্যন্ত গর্বের সঙ্গে মনমোহনজিকে স্মরণ করব।"

 

?ref_src=twsrc%5Etfw">December 26, 2024

প্রিয়াঙ্কা গান্ধী লিখেছেন, "রাজনীতিতে খুব কম লোকই সর্দার মনমোহন সিংজির মতো সম্মানের অনুপ্রেরণা দেয়। তাঁর সততা সবসময় আমাদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে এবং তিনি চিরকাল তাঁদের মনের অন্দরে থাকবেন যাঁরা এই দেশকে সত্যিকার অর্থে ভালোবাসেন। তিনি এমন একজন ব্যক্তি যিনি তাঁর বিরোধীদের অন্যায় এবং গভীর ব্যক্তিগত আক্রমণের শিকার হওয়া সত্ত্বেও জাতির সেবা করার প্রতিশ্রুতিতে অবিচল ছিলেন। শেষ অবধি তিনি সত্যিকারের সমতাবাদী, জ্ঞানী, দৃঢ়, ইচ্ছাশক্তিসম্পন্ন এবং সাহসী ছিলেন। রাজনীতির রুক্ষ জগতে একজন অনন্য মর্যাদাবান ও ভদ্র মানুষ।"

 

 

?ref_src=twsrc%5Etfw">December 26, 2024