আজকাল ওয়েবডেস্ক: রাজস্থানে এক মর্মান্তিক ঘটনা ঘটেছে৷ সোশ্যাল মিডিয়ায় ভাইরালের জন্য এক দম্পতি তাঁদের দেড় বছরের মেয়ের জীবন বিপদের মুখে ঠেলে দিয়েছেন। ঘটনার ভিডিও সোশ্যাল প্ল্যাটফর্মে ভাইরাল মাত্রেই উত্তাল নেটপাড়া। নেটিজেনদের ক্ষোভের ঝড় উঠেছে৷
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, এটি ভরতপুরের বরেঠা বাঁধে ঘটে৷ ভাইরাল ভিডিও অনুসারে, বাঁধের সেফটি রেলিংয়ের বাইরে একটি গেজ বক্সের উপর শিশুকে বসতে বাধ্য করা হয়। শিশুটিকে সরু রেলিংয়ের উপর চঞ্চলভাবে বসে থাকতে দেখা গিয়েছে। এরপর আচমকা তার বাবা তার হাত ছেড়ে দেন। আশ্চর্যজনকভাবে শিশুটির মাও সেখানে ছিলেন। তিনিও শিশুটিকে উৎসাহিত করতে থাকেন।
ভিডিওতে দেখা গিয়েছে, শিশুটি ভীত সন্ত্রস্ত। বাবা-মায়ের অনুরোধ মেনে নিয়ে তাকে এমন করতে হয়। রবিবার উমাশঙ্কর নামে একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে পুরো ঘটনার ভিডিও শেয়ার করা হয়েছে। বাবা-মায়ের অবহেলার এই ঘটনা স্বাভাবিকভাবে দর্শকদের ক্ষুব্ধ করেছে। অনেকেই এই দম্পতির দায়িত্বজ্ঞানহীন আচরণের সমালোচনা করেছেন। তবে এখনও দম্পতির পরিচয় জানা যায়নি।
বরেথা বাঁধ বর্তমানে পর্যটক এবং সোশ্যাল মিডিয়ার প্রভাবশালীদের জন্য একটি আকর্ষণীয় স্থান। বর্তমানে পর্যটকরা সোশ্যাল মিডিয়ায় রিল করতে গিয়ে নানারকম ঝুঁকিপূর্ণ আচরণ করছেন।
