আজকাল ওয়েবডেস্ক: হারিয়ে গিয়েছিল প্রায় ২০০ বছর আগে। তবে ফের একবার সে ফিরে এল। এবার তাকে নিয়ে চিন্তায় সকলেই। নেপালের বনে তাকে নিয়ে এবার তৈরি হয়েছে তুমুল জল্পনা।
নেপালের বন থেকে হারিয়ে যাওয়া ভোঁদড়ের দেখা মিলল। একে সামনে থেকে দেখতে পেয়ে সকলেই আনন্দিত। এর নাম এশিয়ান স্মল ক্লড ওটার যাকে বাংলার সহজ ভাষায় বলা হয় ভোঁদড়। তবে এবার চমকে যাওয়ার মতো খবর। এটিকে শেষবার দেখা গিয়েছিল প্রায় ২০০ বছর আগে। তারপর এই জাতির ভোঁদড়ের আর দেখা মেলেনি। তবে কীভাবে এরা ফের একবার পৃথিবীতে ফিরে এল সেটাই এবার বিরাট চিন্তায় ফেলেছে বিজ্ঞানীদের।
যে তথ্য সামনে এসেছে সেখান থেকে দেখা গিয়েছে ১৮৩৯ সালের পর থেকে এই প্রজাতির ভোঁদড়টিকে আর দেখা যায়নি। ফলে সেখান থেকে এদেরকে বিলুপ্ত প্রজাতির মধ্যেই ধরে নেওয়া হয়েছিল। তবে এবার ফের একবার নেপালের বন থেকে এর দেখা পাওয়া গেল।
মনে করা হচ্ছে এই জাতের ভোঁদড়গুলি বেঁচে থাকার জন্য যে ধরণের পরিবেশের দরকার ছিল সেগুলি প্রায় হারিয়ে গিয়েছিল। তবে নেপালের বন থেকে ফের সেই ধরণের পরিবেশ ফিরে এসেছে। তাই হয়তো ফের এদের দেখা গেল। তবে মজার কথা হল বিবর্তনের নিয়ম অনুসারে যদি কোনও প্রাণী পৃথিবী থেকে হারিয়ে যায় তাহলে সহজে সে পৃথিবীতে ফিরে আসতে পারে না। যদি সেটাই হতো তাহলে পৃথিবীতে ফের ডাইনোরা ফিরে আসত। তবে কীভাবে ফের এই হারিয়ে যাওয়া ভোঁদড়দের দেখা মিলল।
মনে করা হচ্ছে এই প্রজাতির কোনও না কোনও ভোঁদড় নিশ্চয় বেঁচে ছিল। তবে তারা সাধারণ মানুষের সামনে আসেনি। তবে নিজেদের বংশবৃদ্ধি ঘটতেই ফের একবার এদের নজরে এসেছে।
তাহলে প্রশ্ন উঠছে তবে কী পৃথিবীর পরিবেশে বড় ধরণের বদল ঘটেছে। হয়তো সাধারণ মানুষের নজরে সেটা আসছে না। এমন ধরণের বহু লুপ্তপ্রাণী রয়েছে যারা নিজেদের কোথাও না কোথাও লুকিয়ে রেখেছে। তবে সঠিক সময় এলেই তারা ফের একবার সকলের সামনে আসছে। এই ঘটনা সেটাই প্রমাণ করে।
