আজকাল ওয়েবডেস্ক:‌ পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় জানানো হবে শিল্পপতি রতন টাটাকে। জানিয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। 


বুধবার রাতে মুম্বইয়ের এক হাসপাতালে মারা যান রতন টাটা। বয়সজনিত সমস্যা নিয়ে তিনি হাসপাতালে ভর্তি ছিলেন। বয়স হয়েছিল ৮৬ বছর। এদিকে টাটার মৃত্যুতে বৃহস্পতিবার মহারাষ্ট্রে শোকদিবস ঘোষণা করা হয়েছে। সমস্ত সরকারি দপ্তরে জাতীয় পতাকা থাকবে অর্ধনমিত। যাবতীয় বিনোদনমূলক অনুষ্ঠান বৃহস্পতিবার বাতিল করা হয়েছে।
জানা গেছে, মুম্বইয়ের নরিম্যান পয়েন্টে অবস্থিত ন্যাশনাল সেন্টার ফর পারফরমিং আর্টসে রতন টাটার দেহ শায়িত থাকবে সকাল দশটা থেকে বিকেল চারটে পর্যন্ত। সেখানেই তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে সমস্ত জগতের মানুষজন। তারপর ওরলিতে হবে শেষকৃত্য। তাঁর মৃত্যুতে একনাথ শিন্ডে বলেছেন, ‘‌তিনি ছিলেন রোল মডেল। ভারতের শিল্পজগতের বিকাশে তাঁর অবদান অনস্বীকার্য।’‌