আজকাল ওয়েবডেস্ক: কাশ্মীরে ভারত-পাকিস্তান সীমান্ত উত্তেজনার জেরে ৭ মে থেকে স্কুল-কলেজ বন্ধ থাকায় অনেক বেসরকারি স্কুল অনলাইন ক্লাস শুরু করেছে। ৯ মে শুক্রবার থেকে উপত্যকার নামী কিছু স্কুল শিক্ষার্থীদের জন্য অনলাইন পাঠদান চালু করেছে।

পুলওয়ামার পাম্পোর এলাকার এক অভিভাবক সাবা ভাট বলেন, "গত কয়েক দিনের সীমান্ত পরিস্থিতি খুবই উত্তপ্ত। বাইরে যাওয়া নিরাপদ নয়। অনলাইন ক্লাসই এখন ভালো উপায়।"

করোনা মহামারীর সময়ে অনলাইন শিক্ষার ধারণা জনপ্রিয় হয়েছিল, যা এখন ফের শিক্ষার্থীদের কাজে লাগছে বলে জানান আরেক অভিভাবক সামিনা আশরাফ। তিনি বলেন, "১৯৯০ সালে আমি এক বছর পড়াশোনা করতে পারিনি। এখনকার প্রজন্ম সেই সমস্যায় পড়ছে না প্রযুক্তির জন্য।"

সরকারি স্কুলের শিক্ষক মুশতাক আহমদ বলেন, "বেসরকারি স্কুলগুলো যেমন উদ্যোগ নিয়েছে, তেমনি সরকারি স্কুলগুলোকেও অনলাইন শিক্ষায় দ্রুত ব্যবস্থা নিতে হবে।"

সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দিয়েছে।