আজকাল ওয়েবডেস্ক: বৃহস্পতিবার দিল্লির মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন রেখা গুপ্তা। শপথ নিয়েই ছুটে গিয়েছেন যমুনা পাড়ে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে আপ-এর দিল্লি ভোটে পরাজিত হওয়ার এক কারণ যদি হয় দুর্নীতির অভিযোগ, অবশ্যই অন্য এক কারণ যমুনা দূষণ। প্রথম দিনে যমুনা পাড়ে গেলেন রেখা। ভোটমুখী দিল্লিতে জনগণের জন্য পরিচ্ছন্ন যমুনার প্রতিশ্রুতি দিয়েছিল গেরুয়া শিবির।


সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রের খবর, দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা, জনমানসে তাঁর এবং দলের গ্রহণযোগ্যতা আরও বাড়িয়ে তোলার জন্য, জোর দিচ্ছেন আগামী ১০০ দিনের উপর। আগামী ১০০ দিনের মধ্যে দিল্লির প্রধান পাঁচ সমস্যা খতিয়ে দেখবেন তিনি। 

কী কী রয়েছে তালিকায়? রয়েছে দিল্লিতে  আয়ুষ্মান ভারত মেডিক্যাল ইনসুর‍্যান্স, পরিচ্ছন্ন যমুনা, বর্ষার জন্য প্রস্তুতি, রাজধানীর রাস্তাঘাট, নর্দমার পরিস্থিতি দেখা রাস্তাঘাট পরিচ্ছন্ন রাখা। 

বৃহস্পতিবার রেখার সঙ্গে যে ছয় মন্ত্রী শপথ নিয়েছেন, তাঁদের সঙ্গে এই বিষয়গুলি নিয়ে আলোচনায় দিল্লির মুখ্যমন্ত্রী বৈঠকে বসবেন বলেও জানা গিয়েছে। 

রেখা গুপ্ত, শালিমার বাগ থেকে লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন, জেতেন। প্রথমবারের বিধায়ক রেখা বৃহস্পতিবার শপথ নিলেন দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে। একই সঙ্গে বিজেপির প্রবেশ বর্মা, কপিল মিশ্র,  রবিন্দর ইন্দরাজ, দিল্লির মন্ত্রী হিসেবে শপথ নিলেন এদিন। 
প্রায় তিন দশক পর দিল্লি বিজেপির দখলে। এতবছর পর ক্ষমতায় ফিরে, মুখ্যমন্ত্রীর আসনে গেরুয়া শিবির কাকে বসায় নজর ছিল সেদিকে। ৭০ আসনের দিল্লি বিধানসভা ভোটে বিজেপির দখলে ৪৮ আসন আসার পর থেকেই তুঙ্গে ওঠে চর্চা, কে হবেন মুখ্যমন্ত্রী? আলোচনায় ছিল একগুচ্ছ নাম। একই সঙ্গে আলচনা ছিল মহিলা মুখ্যমন্ত্রী নিয়েও।


একদিকে জল্পনা, একদিকে পর পর বৈঠক গেরুয়া শিবিরের। সিদ্ধান্ত গ্রহণের জন্য বুধবার গেরুয়া শিবিরের সংসদীয় বোর্ডের বৈঠক হয়। ওই বৈঠকেই সিদ্ধান্ত হয় রবিশঙ্কর প্রসাদ এবং ওমপ্রকাশ ধনখড় হবেন কেন্দ্রীয় পর্যবেক্ষক। ওই দুই পর্যবেক্ষক বুধবার সন্ধেয় দিল্লির বিজেপি বিধায়কদের নিয়ে বৈঠকে বসেন। পরিষদীয় দলের বৈঠকেই পরিষদীয় দলের প্রধান হিসেবে শালিমার বাগের বিধায়ক রেখার নাম ঘোষিত হয়।