আজকাল ওয়েবডেস্ক: পৃথিবীর সপ্তম সেরার মধ্যে একটি হল তাজমহল। এটি বহু যুগ থেকে একটি বিরাট ভ্রমণের জায়গা। তবে তাজমহল আজও আয় করে কোটি কোটি টাকা।


খবরটি দেখে খানিকটা অবাক হতে হলেও এটা চরম সত্যি। ২০২৪ অর্থবর্ষে তাজমহল ৯৮ কোটি ৫৫ লাখ ২৭ হাজার ৫৩৩ টাকা আয় করেছে তাজমহল। এই কাজটি করেছে নিছক টিকিট বিক্রি করে। তাহলে নিজেই ভেবে দেখুন কত মানুষ তাজমহলকে দেখতে যায় প্রতি বছরে।


মুঘল আমলে তৈরি এই সৌধটি আজও ভারতের গর্ব। এটিকে তৈরি করেছিলেন শাহজাহান তার স্ত্রী মমতাজের স্মৃতিতে। বিগত ৫ বছরে তাজমহল ২৯৭ কোটি টাকা কর দিয়েছে। ২০২৪ বছরে তাজমহলের টিকিট বিক্রি থেকে আয় হয়েছে ৯৮ কোটির বেশি টাকা। রাজ্যসভায় কেন্দ্রীয় মন্তরী গজেন্দ্র সিং শেখাওয়াত এই তথ্য তুলে ধরেছেন।


কেন্দ্রীয় মন্ত্রী বলেন, যেভাবে প্রতি বছর তাজমহলের প্রতি মানুষের আগ্রহ বাড়ছে সেখানে এই টাকার পরিমান আগামীদিনে আরও বাড়তে পারে। বিগত ৫ বছরে এখান থেকে যে কর আদায় করা হয়েছে তা নতুন রেকর্ড তৈরি করেছে। 

 


২০২৪ সালে তাজমহলে মোট ৬৭ লাখ ৮০ হাজার ২১৫ জন মানুষ ঘুরতে গিয়েছেন। সেখান থেকেই এই টাকা আয় হয়েছে। তবে এখানেই শেষ নয়, দিল্লির কুতুব মিনার থেকে আয় হয়েছে ২৩.৫ কোটি টাকা। লালকেল্লা থেকে আয় হয়এছে ১৮ কোটি টাকা। আগ্রার দুর্গ থেকে আয় হয়েছে ১৫.৩ কোটি টাকা। ভুবনেশ্বরের কোনারক মন্দির থেকে আয় হয়েছে ১২.৭ কোটি টাকা। দিল্লিতে হুমায়ুনের কবর থেকে আয় হয়েছে ১০ কোটি টাকা।

 

চেন্নাইয়ের গ্রুপ অফ মনুমেন্ট থেকে আয় হয়েছে ৭.৪ কোটি টাকা। ঔরঙ্গাবাদের ইলোরা গুহা থেকে আয় হয়েছে ৭.১ কোটি টাকা। আগ্রার ফতেপুর সিক্রি থেকে আয় হয়েছে ৬.৭ কোটি টাকা। যোধপুরের চিতোর দুর্গ থেকে আয় হয়েছে ৪.৩ কোটি টাকা। তবে সকলকে ছাপিয়ে গেল ভালবাসার এই স্মৃতি।