আজকাল ওয়েবডেস্ক: ১৪ বছরের বালিকাকে অপহরণ করে খোলা মাঠেই যৌন নির্যাতনের অভিযোগ। যৌন নির্যাতনের ভিডিও করে ছড়িয়ে দেওয়া হয়েছে সমাজমাধ্যমেও। অভিযুক্ত ছয়জনের মধ্যে রয়েছে তিনজন নাবালক। ইতিমধ্যেই অভিযুক্ত তিন নাবালককে গ্রেপ্তার করেছে পুলিশ। বাকিদের খোঁজে চলছে তল্লাশি। 

 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে ৪ সেপ্টেম্বর। বিহারের মোতিহারিতে। চকিয়া সাব ডিভিশনে ওইদিন একটি অনুষ্ঠান থেকে ফিরছিল ১৪ বছরের বালিকা। ভর সন্ধেয় বাড়ি ফেরার পথেই তাকে অপহরণ করে ছয়জন। এরপর তার মুখ বন্ধ করে টেনে হিঁচড়ে নিয়ে যায় ওই এলাকারই একটি খোলা মাঠে। সেখানেই তাকে যৌন নির্যাতন করার অভিযোগ উঠেছে ছয়জনের বিরুদ্ধে। 

 

এই ঘটনার পরেই বালিকার পরিবার থানায় অভিযোগ দায়ের করে। পরিবার পুলিশকে জানিয়েছে, যৌন নির্যাতনের পর বালিকার মুখ বন্ধ রাখার জন্য হুমকিও দিয়েছিল তারা। এখানেই থেমে থাকেনি। বৃহস্পতিবার সেই যৌন নির্যাতনের ভিডিও সমাজমাধ্যমে শেয়ার করে তারা। 

 

নির্যাতিতা বালিকার বয়ান রেকর্ড করে অভিযুক্ত তিন নাবালককে গ্রেপ্তার করেছে পুলিশ। বাকি তিনজনের বিরুদ্ধে তল্লাশি অভিযান চলছে। ঘটনার তদন্ত জারি রয়েছে।