আজকাল ওয়েবডেস্ক: ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল হায়দরাবাদ। রাসায়নিক কারখানায় ট্যাঙ্কারে বিস্ফোরণের জেরে কমপক্ষে ১০ জন শ্রমিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ২০ জন। বিস্ফোরণের জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে হায়দরাবাদের সিঙ্গারেড্ডি জেলার সিগাজি কেমিক্যালসের কারখানায়। পুলিশ জানিয়েছে, সোমবার সকালে ওই কারখানায় ট্যাঙ্কারে বিস্ফোরণ ঘটে। দাউদাউ করে আগুন জ্বলে ওঠে। গোটা এলাকা ছেয়ে যায় কালো ধোঁয়ায়। স্থানীয়দের থেকে খবর পেয়ে দমকলের ১১টি ইঞ্জিন, বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছয়।
বিস্ফোরণের সময় কারখানায় বহু শ্রমিক ছিলেন। বিকট শব্দে কেঁপে উঠতেই অনেকেই পালিয়ে যান। আবার অনেকেই বিধ্বংসী আগুনের মধ্যে আটকে পড়েন। কমপক্ষে ১০ জনের মৃত্যু হয়েছে। আহত আরও ২০ জন শ্রমিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অনেকেরই শারীরিক অবস্থা আশঙ্কাজনক।
দমকল সূত্রে জানা গেছে, ট্যাঙ্কারে ব্যাটারি বিস্ফোরণ হয়। তার জেরে গোটা কারখানার একাংশ ভেঙে পড়ে। এমনকী ছাদটিও ভেঙে পড়েছে। ওই ট্যাঙ্কারের অদূ্রেই একাধিক ট্রাকে এলপিজি গ্যাস সিলিন্ডার ছিল। আগুনের শিখা আরও ছড়ালে আরও বড় দুর্ঘটনা ঘটতে পারত।
