আজকাল ওয়েবডেস্ক: টেনিস তারকা। অল্প বয়সেই খ্যাতি, ঝুলিতে একের পর এক পুরস্কার। কাঁধে চোট পেয়ে আর আগের মতো খেলা এগিয়ে নিয়ে যেতে না পারলেও, খুলেছিলেন নিজের অ্যাকাডেমি। নিজের রান্নাঘরে রান্নার সময়, মায়ের জন্মদিনে সেই মেয়েই বাবার গুলিতে ঝাঁঝরা হয়ে গিয়েছেন। টেনিস তারকা রাধিকার মৃত্যুতে শোক হাহাকারের সঙ্গেই উঠে এসেছে একগুচ্ছ প্রশ্ন। কেন এই ঘটনা?
এক বাবা কেন তাঁর মেয়েকে গুলিতে ঝাঁঝরা করতে পারেন। একাধিক বিষয় উঠে এসেছে ইতিমধ্যেই। জানা গিয়েছে, রাধিকার বাবার সম্পত্তির পরিমাণ নেহাত কম না হলেও, মাঝে মাঝেই তাঁকে শুনতে হত, মেয়ের টাকায় দিন গুজরান করেন। ক্ষোভ সেখানে। আবার জানা গিয়েছে মেয়ের রিলস বানানোর নেশা, সোশ্যাল মিডিয়া আসক্তি এসবও একেবারে ভাল চোখে দেখতেন না বাবা। তিনি নিজেও মেয়েকে খুনের কথা স্বীকার করেছেন।

এবার সামনে এসেছে রাধিকার এক বন্ধুর বক্তব্য। রাধিকা যাদবের বন্ধু হিমাংশিকা সিং রাজপুত। তিনি নিজেও একজন টেনিস তারকা। রাধিকার মৃত্যুর পর, সোশ্যাল মিডিয়ায় বড় তথ্যও সামনে এনেছেন তিনি। জানিয়েছেন রাধিকার বাবার মানসিকতা, পরিবারের আদব কায়দা। তিনি শুরুতেই বলেন, বিভিন্ন মাধ্যমে নানা কথা শোনা যাচ্ছে, কিন্তু নিজের প্রয় বান্ধবীকে নিয়ে তিনি কিছু শেয়ার করতে চান।
