নিতাই দে, আগরতলা: তিনজন মানব পাচারকারীকে আটক করা হল জিআরপি ও আরপিএফ যৌথ অভিযানে। রবিবার রাতে ত্রিপুরার বিভিন্ন জায়গা থেকে এই তিনজন যুবককে আটক করা হল মানব পাচারকারীর সঙ্গে জড়িত থাকার অভিযোগে। এদিন জিআরপি থানার ওসি তাপস দাস জানিয়েছেন, আটক তিন যুবক হল, পার্থ দেবনাথ, তার বাড়ি সিপাহীজলা জেলার বিশালগড় মহকুমার চন্দ্র নগরে, সবিরন সরকার,( কালু), তার বাড়ি আগরতলার লঙ্কা মোড়া এলাকায়, সজল চক্রবর্তী, তার বাড়ি সিপাহীজলা জেলার মেলাঘরের পশ্চিম নলছড় এলাকায়। এই তিনজনকে গোপন খবরের ভিত্তিতে যৌথ অভিযানে আটক করা হয়। 

 

দীর্ঘদিন ধরে তিন যুবক পলাতক ছিল। জিআরপি এবং আরপিএফের এই যৌথ অভিযানে বিএসএফও সাহায্য করেছে বলে জানিয়েছেন জিআরপি থানার ওসি। পাশাপাশি তিনি জানান, পার্থ দেবনাথের বাড়ি এবং তার এলাকাতে বহুবার তল্লাশি চালিয়েও পুলিশ তাকে আটক করতে পারেনি। গতকাল সন্ধ্যায় আগরতলা স্টেশন থেকে রেলে করে আমবাসায় যেতে চেয়েছিল, তখন তাকে রেল থেকে আটক করে জিআরপি থানার পুলিশ। 

 

এই তিন যুবকের বিরুদ্ধে মানব পাচারের অভিযোগ রয়েছে জিআরপি থানার পুলিশের কাছে। আগামিকাল তাদেরকে রিমান্ডের অনুমতি চেয়ে আদালতে পেশ করা হবে। তবে জিআরপি পুলিশের অনুমান, তাদেরকে জিজ্ঞাসাবাদ করে ত্রিপুরা রাজ্য থেকে আরও মানব পাচারকারীকে ধরতে সক্ষম হবে পুলিশ।