আজকাল ওয়েবডেস্ক: মর্মান্তিক! বেঙ্গালুরুর তিন মেডিক্যাল পড়ুয়ার সঙ্গে হাড়হিম ঘটনা। ঘটনাটি কেরলের কান্নুরে পায়েল্লম সৈকতে ঘটে৷ খবর অনুযায়ী, তিন পড়ুয়া সাঁতার  কাটতে নেমেছিলেন৷ এমন সময়ে আচমকা এক বড় ঢেউয়ের তোড়ে ভেসে গিয়ে চরম পরিণতি হল তাঁদের। রবিবার সকালে এই দুর্ঘটনাটি ঘটেছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

মামলার তদন্তকারী পুলিশ আধিকারিকরা জানিয়েছেন, নিহতদের নাম আফনান, রাহানুদ্দিন এবং আফরাস। তাঁরা সকলেই বেঙ্গালুরুর মেডিক্যাল কলেজের ছাত্র এবং কর্ণাটকের বাসিন্দা ছিলেন। খবর অনুযায়ী, সকাল আনুমানিক ১১টা নাগাদ মোট আটজন পড়ুয়ার একটি দল সমুদ্রে স্নান করতে নামে। ঠিক তখনই এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।

কর্তৃপক্ষ জানিয়েছে, আটজন ছাত্র একসঙ্গে জলে নেমেছিলেন। কিন্তু তাঁদের মধ্যে তিনজন প্রবল ঢেউয়ের কবলে পড়েন। এহেন প্রবল তোড়ে তিন পড়ুয়া মুহূর্তে উপকূল থেকে অনেক দূরে ভেসে যান। লাইফগার্ড ও স্থানীয়রা দ্রুত তাঁদের উদ্ধারের জন্য ছুটে আসেন। জানা গিয়েছে, অনেক চেষ্টার পর ওই তিনজনকে পাড়ে ফিরিয়ে আনতে সক্ষম হন। সঙ্গে সঙ্গেই তাঁদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়।কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে যায়। চিকিৎসকদের সমস্ত চেষ্টা সত্ত্বেও তাঁদের বাঁচানো সম্ভব হয়নি বলে জানা গিয়েছে। 

পুলিশ নিশ্চিত করেছে যে মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। বর্তমানে ঘটনার বিষয়ে আরও তদন্ত চলছে। যে বাকি ছাত্ররা এই বিপদ থেকে রক্ষা পেয়েছেন, তাঁরা সকলে নিরাপদ থাকলেও, এই ঘটনায় গভীরভাবে শোকাহত ও মানসিক আঘাত পেয়েছেন। ওই তিন পড়ুয়ার সঙ্গে থাকা বাকি ছাত্রদের পরিচয় ও তাঁরা কোন প্রতিষ্ঠানের পড়ুয়া, তা এখনও স্পষ্ট নয়।

উল্লেখ্য, কান্নুরের একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র পায়েল্লম সৈকত। পর্যটকেরা প্রায়শই এখানে বেড়াতে আসেন। সম্প্রতি এই ঘটনা ঘিরে স্থানীয় বাসিন্দা সহ অন্যান্য পর্যটকেরা অত্যন্ত আতঙ্কিত। 

প্রসঙ্গত গত মাসেই আরেক ভয়াবহ ঘটনা ঘটে। ভিন রাজ্য থেকে বাংলায় ফেরার ট্রেনে ওঠার আগেই সব শেষ। ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারালেন বাংলার পাঁচ পর্যটক। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরও অনেকে। দুর্ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে ভিন রাজ্যে। 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, দুর্ঘটনাটি ঘটেছে ছত্তিশগড়ে। পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার দুর্ঘটনাটি ঘটে কবীরধাম জেলায়। এসইউভি গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় ট্রাকের। দুর্ঘটনায় এখনও পর্যন্ত পাঁচজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও পাঁচজন। অনেকেরই শারীরিক অবস্থা আশঙ্কাজনক। মৃতের সংখ্যা আরও বাড়তে পারার আশঙ্কা রয়েছে। 

পুলিশ আরও জানিয়েছে, গাড়ির সকল সদস্যরাই পশ্চিমবঙ্গের বাসিন্দা ছিলেন। মধ্যপ্রদেশে ঘুরতে গিয়েছিলেন। কানহা ন্যাশনাল পার্ক থেকে ফেরার পথে বিলাসপুর থেকে ট্রেন ধরার কথা ছিল। গাড়িতে তাঁরা বিলাসপুরের উদ্দেশে রওনা দিয়েছিলেন। সেখান থেকে কলকাতা গামী ট্রেনে ওঠার কথা ছিল তাঁদের। স্টেশনে পৌঁছনোর আগেই ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েন তাঁরা। 

 প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, গতকাল বিকেল সাড়ে চারটে নাগাদ দুর্ঘটনাটি ঘটে। গাড়িটিতে চালক সহ মোট ১০ জন যাত্রী ছিলেন। ট্রাকের সঙ্গে সংঘর্ষের পর ঘটনাস্থলেই তিনজন মহিলা, এক ব্যক্তি এবং এক নাবালিকার মৃত্যু হয়েছে। আহতদের মধ্যে আরও দুই কিশোরী রয়েছে। গুরুতর আহতদের রাইপুর হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।