আজকাল ওয়েবডেস্ক: উত্তরপ্রদেশে রেললাইনে রাখা আস্ত সিলিন্ডার। তাতেই সজোরে ধাক্কা মারল যাত্রীবাহী কালিন্দি এক্সপ্রেস। অল্পের জন্য বড়সড় ট্রেন দুর্ঘটনা থেকে বাঁচলেন যাত্রীরা। ঘটনার জেরে যাত্রীদের মধ্যে কেউই আহত হননি, তবে আতঙ্ক ছড়িয়েছে। এর পিছনে বড় ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্রের আশঙ্কা প্রকাশ করেছে পুলিশ।
রবিবার রাত আটটা নাগাদ ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের কানপুরে। ট্রেনটি প্রয়াগরাজ থেকে হরিয়ানার ভিওয়ানির দিকে যাচ্ছিল। কানপুরের কাছে রেললাইনের উপরে রাখা সিলিন্ডারে সজোরে ধাক্কা মারে ট্রেনটি। বিকট আওয়াজ হওয়ার পর ট্রেনটি খানিকক্ষণ থেমে যায় ঘটনাস্থলে। এরপর চালক রেল আধিকারিক এবং রেলপুলিশকে খবর দেন। দ্রুত তাঁরা ঘটনাস্থলে পৌঁছন।
রেল সূত্রে জানা গিয়েছে, ধাক্কা মারার পর রেললাইন থেকে ৫০ মিটার দূরে সিলিন্ডারটি ছিটকে পড়েছিল। রেললাইনের পাশ থেকে এক বোতল পেট্রোল জাতীয় তরল এবং দেশলাইয়ের বাক্স পাওয়া গিয়েছে। তার খানিকটা দূরে কয়েকজন বসে গল্প করছিলেন বলেও জানা গিয়েছে। বোতলের তরল পদার্থ পেট্রোল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। সিলিন্ডারে ধাক্কা দেওয়ার পর ২০ মিনিট ঘটনাস্থলে দাঁড়িয়েছিল ট্রেনটি।
পুলিশের আশঙ্কা, বড় ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র করেছিল কেউ বা কারা। সিলিন্ডারে ধাক্কা মারার পর ট্রেনটি না দাঁড়ালে, আগুন ধরে যেতে পারত। ট্রেনের একাধিক কামরা আলাদা হয়ে যেত। ট্রেনটি থেমে যাওয়ায় দুর্ঘটনা এড়ানো গেছে।
