আজকাল ওয়েবডেস্ক: আরজি কর কাণ্ডে যখন তোলপাড় গোটা দেশ, সেই আবহেই তামিলনাড়ুতে একটি বেসরকারি হাসপাতালে আত্মঘাতী হলেন এক ট্রেনি চিকিৎসক। ২৩ বছরের তরুণীর আত্মহত্যার নেপথ্যে কী কারণ, তা এখনও জানা যায়নি। কোনও সুইসাইড নোট পাওয়া যায়নি। ঘটনার তদন্ত করছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, রবিবার রাতে ঘটনাটি ঘটেছে কাঞ্চিপুরম জেলার মীনাক্ষী মেডিক্যাল কলেজে। ওই কলেজের পঞ্চম বর্ষের পড়ুয়া ছিলেন তিনি। আবার ওই বেসরকারি হাসপাতালেই ট্রেনি চিকিৎসক হিসেবে কর্মরত ছিলেন। মেডিক্যাল কলেজের ছয়তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হয়েছেন তিনি।
সহকর্মীরা জানিয়েছেন, গতকাল একা একাই ছয়তলায় জানলার ধারে দাঁড়িয়েছিলেন তরুণী। ওভাবেই খানিকক্ষণ তাঁকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখেন সকলে। কেউ কেউ কথা বলতে যাচ্ছিলেন। সেই সময়েই আচমকা ওই জানলা দিয়ে ঝাঁপ দেন তরুণী। কেউ কিছু বোঝার আগে আত্মঘাতী হন তিনি।
ছয়তলা থেকে নীচে পড়ার কয়েক মিনিটের মধ্যে তরুণীকে উদ্ধার করে হাসপাতালের এমার্জেন্সি বিল্ডিংয়ে নিয়ে যাওয়া হয়। তবুও শেষরক্ষা হয়নি। চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। সহপাঠীরা এবং সহকর্মীরা জানিয়েছেন, ব্যক্তিগত কারণেই তরুণী গত কয়েক মাস ধরে অবসাদে ভুগছিলেন। অবসাদের কারণেই চরম পদক্ষেপ নিলেন কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।
