নিতাই দে, আগরতলা: ত্রিপুরায় ছেলের হাতে খুন বাবা। ঘটনাটি ঘটেছে রাজধানী আগরতলার যোগেন্দ্র নগরের বনকুমারি এলাকায়। জানা গেছে, শনিবার রাতে নেশাগ্রস্ত অবস্থায় অভ্রজিত দাস নামের এক যুবক বাবার থেকে টাকা চেয়েছিল। সেই টাকা দিতে অস্বীকার করেন বাবা। তখনই সজল দাস ও তাঁর ছেলে অভ্রজিত দাসের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। বচসার মাঝে ধারাল অস্ত্র নিয়ে বাবার মাথায় আঘাত করে সে। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন সজল দাস। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।
ঘটনাটি ধামাচাপা দেওয়ার জন্য অভ্রজিত থানায় এসে পুলিশকে জানায়, কেউ বা কারা তার বাবাকে ঘরের মধ্যে খুন করেছে। ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে যান মহকুমা পুলিশ আধিকারিক দেবপ্রসাদ রায় সহ পূর্ব আগরতলা থানার ওসি রানা চ্যাটার্জির নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী। খবর দেওয়া হয় ডগ স্কোয়ার্ড ও ফরেন্সিক বিশেষজ্ঞদের।
প্রাথমিক তদন্তের পর পুলিশ ছেলে অভ্রজিত দাসকে আটক করে পূর্ব থানায় নিয়ে আসে। তবে এলাকাবাসীদের অভিযোগ কিছুদিন আগে সজল দাস তাঁর নিজের বেশ কিছু বসত জায়গা বিক্রি করেছিলেন। সেই জায়গা বিক্রির টাকা নিয়ে বাবা ও ছেলের মধ্যে প্রায়ই ঝামেলা হত বলে জানা গেছে স্থানীয় সূত্রে। এমনকী, অভ্রজিত প্রায়শই নেশাগ্রস্ত অবস্থায় বাবার সঙ্গে ঝামেলা করত। কিছুদিন আগে অভ্রজিত বিয়েও করেছে।
সজল দাসের খুনের ঘটনায় পুলিশ মামলা হাতে নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জিবি হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। খুনের ঘটনাকে ঘিরে এলাকা জুড়ে চাঞ্চল্য দেখা দিয়েছে।
