আজকাল ওয়েবডেস্ক: পরপর পথ দুর্ঘটনায় নিহত একাধিক। সম্প্রতি দুটি পৃথক জায়গায় সড়ক দুর্ঘটনায় কমপক্ষে চারজন নিহত হয়েছেন। সূত্রে জানা গিয়েছে, এই দুর্ঘটনা দুটির একটি আহমেদাবাদে এবং আরেকটি দিল্লিতে ঘটে। উভয় ঘটনাতেই বেপরোয়া গাড়ি চালানো এবং গাড়ির নিয়ন্ত্রণ হারানোকে প্রধান কারণ হিসেবে দেখা হচ্ছে। সম্প্রতি ঘটে যাওয়া এহেন পথ দু্র্ঘটনার জেরে সাধারণ মানুষ রাস্তায় চলাফেরা নিয়ে ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছেন। 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, আহমেদাবাদে নেহরুনগর এলাকার ঝাঁসির রানি মূর্তির কাছে সোমবার ভয়াবহ এক পথ দু্র্ঘটনা ঘটে। ভোররাতে আনুমানিক ১টা ৩০ মিনিটে একটি বেপরোয়া গাড়ি একটি স্কুটারকে আচমকা ধাক্কা দেয়। এর ফলে ঘটনাস্থলেই একজন নিহত হন। গাড়ির গতি এতটাই তীব্র ছিল যে উপস্থিত আরও একজন গুরুতর আহত হন৷ পরে তাঁকে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসা চলাকালীন হাসপাতালেই চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। পুলিশ মৃতদের শনাক্ত করেছে বলে খবর পাওয়া গিয়েছে। মৃতরা হলেন জামালপুর এলাকার বাসিন্দা আকরাম আলতাফ কুরেশি (২২) এবং আশফাক জাফর আজমেরি (৩৫)। তাঁরা দু’জনই একটি অ্যাক্টিভা স্কুটারে করে শিবরঙ্গিনী ক্রসরোডের দিকে যাচ্ছিলেন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মূল অভিযুক্ত ২০ বছর বয়সি রোহন পারেশ সোনি নামক এক যুবক। ঘটনার দিন তিনি অত্যন্ত দ্রুতগতিতে ও বেপরোয়া ভাবে গাড়ি চালাচ্ছিলেন। খবর অনুযায়ী, তাঁর গাড়িটি ওই স্কুটারকে প্রচণ্ড জোরে ধাক্কা দেয়। এতই জোরে ধাক্কা মারে যে স্কুটারটি বিকৃত হয়ে যায় এবং ঝাঁসির রানি বাসস্ট্যান্ডের গেট পর্যন্ত ছিটকে যায়। পুলিশ আরও জানিয়েছে, আকরাম ঘটনাস্থলেই মারা যান। অপরদিকে আশফাককে গুরুতর আহত অবস্থায় জিএমইআর সোলা সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হলে সকাল ৫টা ২০ মিনিটে তাঁকে মৃত ঘোষণা করা হয়।

পুলিশ সূত্রে খবর, রোহন সোনির বিরুদ্ধে অতীতেও একাধিক ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগ রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য কিছু অভিযোগ যেমন অতিরিক্ত গতি, বৈধ কাগজপত্র ছাড়া গাড়ি চালানো, এমনকি পুলিশের সঙ্গে দুর্ব্যবহার অন্যতম। সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্র অনুযায়ী, তাঁর নামে ইতিমধ্যেই একাধিক মামলা নথিভুক্ত আছে।

অন্যদিকে, দিল্লির চাণক্যপুরী এলাকার টকাটোরা স্টেডিয়ামের কাছেও এক ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটে। সূত্রে পাওয়া খবর অনুযায়ী, রোববার সকাল ৬টা ৩০ মিনিটে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। একটি মহিন্দ্রা থার গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে দুই পথচারীকে ধাক্কা দিয়ে একটি বৈদ্যুতিক খুঁটিতে গিয়ে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। মৃতদের মধ্যে একজনের নাম শনাক্ত করা গিয়েছে। তিনি হলেন সিকিমের বাসিন্দা সুজেশ ছেত্রী। অন্যজনের পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি।

পুলিশ জানিয়েছে, ঘটনার জেরে ২৭ বছর বয়সি অভিযুক্ত চালক আশিষ কুমারকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে তাঁর রক্ত পরীক্ষা করা হচ্ছে। তিনি মাদক বা অ্যালকোহল সেবন করেছিলেন কিনা তা নির্ধারণের জন্য পুলিশ জিজ্ঞাসাবাদ জারি রেখেছে। গাড়ির ভেতর থেকে একটি খালি মদের বোতল উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, আশিষ গাড়ি চালানোর সময় ঘুমিয়ে পড়েছিলেন, ফলে গাড়ির উপর নিয়ন্ত্রণ হারান।

আরও পড়ুনঃ আচমকা রক্তাক্ত গোটা রেস্তোরাঁ! জন্মদিন পালন করতে গিয়ে এ কী হল যুবকের? পুদুচেরিতে হাড়হিম কাণ্ড...

উভয় ঘটনাই শহরে সড়ক নিরাপত্তা ও তরুণ চালকদের ট্রাফিক নিয়ম ভাঙার প্রবণতা নিয়ে জনসাধারণের মধ্যে উদ্বেগ বাড়াচ্ছে। পুলিশ উভয় ক্ষেত্রেই মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে বলে খবর৷