আজকাল ওয়েবডেস্ক: স্কুলে আমিষ টিফিন নিয়ে গিয়েছিল খুদে পড়ুয়া। আর তাতেই বিপত্তি। স্কুল থেকে তাকে বহিষ্কার করে দিলেন প্রিন্সিপাল। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশে। সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রে খবর, হিলটন কনভেন্ট স্কুলে ওই ঘটনা
ঘটেছে শিক্ষক দিবসের দিন।
ইতিমধ্যে একটি ভিডিও প্রকাশ্যে এসেছে, যদিও ওই ভিডিওর সত্যতা যাচাই করেনি আজকাল ডট ইন। পড়ুয়ার মা নিজেই সমাজমাধ্যমে ওই ভিডিও পোস্ট করেছেন। ওই ভিডিওয় স্কুলশিক্ষককে বলতে শোনা গিয়েছে, লাগাতার আমিষ টিফিন নিয়ে আসে ওই খুদে।
শুধু তাই নয়, স্কুল শিক্ষকের অভিযোগ, পাঁচ বছরের খুদে ওই পড়ুয়া নাকি বলেছে, সকলকে আমিষ খাবার খাওয়ার জন্য উৎসাহিত করে দিনের পর দিন, এবং আমিষ খাইয়ে ইসলামে পরিবর্তন করাবে বলে অভিযোগ, হিন্দু মন্দির ধ্বংস করবে সে। এই ধরনের পড়ুয়াকে স্কুল রাখতে চায় না বলে জানান প্রধান শিক্ষক। অন্যদিকে ওই খুদের মায়ের অভিযোগ, পড়ুয়া বাড়ি গিয়ে গত কয়েকমাস ধরেই জানাচ্ছে, স্কুলে কেবল হিন্দু-মুসলিম ভাগ, আলোচনা চলে। এসব কিছু হয় প্রধান শিক্ষকের মদতেই। আমিষ খাবারের জন্য নার্সারির ওই পড়ুয়াকে অন্যরা মারধর করে বলেও অভিযোগ করেছেন খুদের মা। বাদানুবাদের মধ্যেই স্কুলের প্রধান জানান, ওই খুদেকে স্কুল থেকে বহিস্কার করা হয়েছে।
