আজকাল ওয়েবডেস্ক: দীর্ঘ কয়েক মাসের আতঙ্কের অবসান ঘটল। অবশেষে 'মানুষখেকো' শেষ নেকড়ের মৃতদেহ উদ্ধার হল উত্তরপ্রদেশের বাহরাইচ জেলায়। ছয়টি নেকড়ের মধ্যে আগেই পাঁচটি উদ্ধার করেছিল বন দপ্তর। শেষটির খোঁজে গত ২৪ দিন ধরে তল্লাশি অভিযান চালাচ্ছিল। শনিবার রাতে গ্রামের মধ্যে নেকড়ের মৃতদেহ উদ্ধার করেছেন বন দপ্তরের আধিকারিকরা। 

 

বন দপ্তর জানিয়েছে, গত দুই মাসে বাহরাইচে নেকড়ের আতঙ্কে তটস্থ ছিলেন গ্রামবাসীরা। 'মানুষখেকো' নেকড়ের হামলায় গ্রামে দশজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নয়জন শিশু। আহত হয়েছেন আরও ৫০ জন। নেকড়ের দাপটে আতঙ্কে ঘরবন্দিও ছিলেন বহু মানুষ। গত ১০ সেপ্টেম্বর পঞ্চম নেকড়টিকে উদ্ধার করা হয়। ক্রমেই গ্রামে মানুষখেকো নেকড়ের তাণ্ডব কমে এসেছিল। অবশেষে শনিবার ষষ্ঠ নেকড়ের মৃতদেহ পাওয়া গেল। দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। 

 

সূত্রের খবর, শনিবার রাতে একটি শিশুর উপর হামলা করতে ব্যর্থ হয় ষষ্ঠ নেকড়টি। এরপর একটি ছাগলের উপর হামলা করতে যায়। তখনই নেকড়টিকে ধরে পিটিয়ে খুন করেন গ্রামবাসীরা। জঙ্গলের ছাগল ও নেকড়ের মৃতদেহ দেখতে পান বন দপ্তরের আধিকারিকরা। এই ঘটনায় এফ আই আর দায়ের করেছে। ঘটনার তদন্ত জারি রেখেছে বন দপ্তর।