আজকাল ওয়েবডেস্ক: গভীর রাত, নির্জন এক্সপ্রেসওয়ে, মদ্যপ ব্যক্তি আর একটি উট। হায়দরাবাদের পিভি নারসিমা রাও এক্সপ্রেসওয়ের ওপর এক অবাক করা ঘটনার সাক্ষী থাকলেন গাড়ি চালিয়ে যাওয়া বহু মানুষ। দেখা গিয়েছে, মদ্যপ অবস্থায় এক ব্যক্তি একটি উটের ওপর চড়ে বিপজ্জনকভাবে ফ্লাইওভারের ওপর দিয়ে হাঁটছেন। ঘটনাটির একটি ভিডিও ভাইরাল হয়েছে, যা শেয়ার করেছেন ইনস্টাগ্রাম ব্যবহারকারী ইকরাম উল্লাহ শাহ। ভিডিওতে দেখা যায়, ওই ব্যক্তি সম্ভবত উটের হ্যান্ডলার।

কিন্তু তিনি সম্পূর্ণ মদ্যপ অবস্থায় ছিলেন। কোনওভাবেই প্রাণীটিকে নিয়ন্ত্রণ করতে পারছিলেন না। উটটি ক্রমাগত দিকবিদিক হারিয়ে রাস্তায় চলছিল। ফলে রাস্তায় থাকা অন্য গাড়িগুলোর জন্যও তৈরি হয় এক বিপজ্জনক পরিস্থিতি। ভিডিওতে দেখা যায়, শাহ নামের ওই ব্যক্তি বোতলের জল ছুঁড়ে মদ্যপ চালকের জ্ঞান ফেরানোর চেষ্টা করছেন। এরপর তিনি ও তাঁর এক বন্ধু মিলে কোনওরকমে উটটিকে থামিয়ে একটি ল্যাম্পপোস্টে বেঁধে দেন এবং চালককে নিচে নামাতে সাহায্য করেন। তাদের এই তৎপরতাতেই বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Ikram Ullah Shah (@ikshorts)