আজকাল ওয়েবডেস্ক: দশকের পর দশক কেটে গিয়েছে। তবে বদল হয়নি শত্রুতা। প্রতিদিনই তারা একে অপরের প্রতি আরও বিদ্বেষ নিয়ে এসেছে। সাপ এবং বেজির সম্পর্ক যেন ঠিক এমনই। কেউ কাউকে দেখে স্থির থাকতে পারে না। যেখানেই সাপ-বেজির লড়াই হয় সেখানেই যেন রণক্ষেত্র। এই লড়াই তারিয়ে তারিয়ে উপভোগ করেন অনেকেই। স্থির ছবি থেকে শুরু করে ভিডিও সবেতেই সমান জনপ্রিয় এই দুই প্রাণীর লড়াই।

 

যখন-যেখানেই এই দুজন মুখোমুখি হয়েছে তখন সেখানেই যেন শুরু হয়েছে মহাভারত। তবে জানেন কী কেন এই দুই প্রাণী মুখোমুখি হলেই শুরু হয়ে যায় যুদ্ধ। কেন একজনের মৃত্যু না হওয়া পর্যন্ত চলে এই যুদ্ধ। এর প্রধান কারণ হল বাঁচার লড়াই। প্রকৃতি এই দুজনকে এমনভাবেই তৈরি করেছে যে এরা প্রতিটি সময়েই লড়াই করে নিজেদের বাঁচিয়ে রাখে। তাই একে অপরের মুখোমুখি হলে এরা লড়াই থেকে পিছুপা হয় না। পাশাপাশি দুজনের দক্ষ যোদ্ধা। খাদ্য এবং খাদকের সঙ্গে এরা দুজনেই অনেক বেশি পরিচিত। তাই দুজনে মুখোমুখি হলেই এরা নিজেদেরকে একে অপরের শত্রু বলে মনে করে।

 

কে কাকে হারিয়ে জয়লাভ করে টিকে থাকবে সেই চেষ্টাই হল এদের মহাযুদ্ধ। যখন কোনও সাপের সামনে বেজি আসে তখন সাপটি মনে করে কীভাবে বেজিকে নিজের বিষ দিয়ে কাবু করবে। অন্যদিকে বেজি সর্বদাই নিজের জীবন রক্ষা করার জন্য লড়াই করতে থাকে। তাই সেও সাপের উপর কামড় দিতে থাকে। ফলে এই লড়াই চলতে থাকে দীর্ঘসময় ধরে। সাপ তার বিষ দিয়ে দ্রুত নিজের শত্রুকে কাবু করতে চায়।

 

অন্যদিকে বেজি নিজের শক্তি এবং ক্ষিপ্রতা দিয়ে সাপের বিষকে এড়িয়ে চলে। এছাড়া বেজির ডিএনএ-তে এমন আলফা থাকে যেখান দিয়ে সে সহজেই সাপের বিষকে প্রতিহত করতে পারে। সাপের বিষ তার দেহে খুব একটা কার্যকর করে না। ফলে এই লড়াইতে বেশিরভাগ সময়ে হারতে হয় সাপকেই।