আজকাল ওয়েবডেস্ক: ভারতীয় সশস্ত্র বাহিনী 'অপারেশন সিঁদুর' নামে একটি সামরিক অভিযান চালিয়ে পাক-অধিকৃত কাশ্মীর (PoK) এবং পাকিস্তানে অবস্থিত নয়টি জঙ্গি প্রশিক্ষণ শিবির লক্ষ্য করে হামলা চালিয়েছে। প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, এই হামলায় কোনো বেসামরিক স্থাপনা বা প্রাণহানি ঘটেনি এবং পাকিস্তানের কোনো সামরিক স্থাপনাও টার্গেট করা হয়নি।
এই অভিযানে ধ্বংস হওয়া শিবিরগুলোর মধ্যে ছিল লস্কর-ই-তৈবা এবং জৈশ-ই-মহম্মদের প্রশিক্ষণ কেন্দ্র, যেমন মুজাফ্ফরাবাদের সওয়াই নালা ও সাইয়দ না বিলাল, কোটলির গুলপুর ও মার্কাজ আব্বাস, ভিম্বারের বারনালা, সিয়ালকোটের সারজাল, এবং পাকিস্তানের ভিতরে মুরিদকেতে অবস্থিত মার্কাজ তৈয়বা ও বাহাওয়ালপুরের মার্কাজ সুবহানাল্লাহ।
উইং কমান্ডার ব্যোমিকা সিং ও কর্নেল সোফিয়া কুরেশি জানান, গত কয়েক দশকে পাকিস্তান একটি সুসংগঠিত সন্ত্রাসবাদী পরিকাঠামো গড়ে তুলেছে, যার অংশ ছিল এই ঘাঁটিগুলি—যেখানে জঙ্গিদের নিয়মিতভাবে নিয়োগ, প্রশিক্ষণ ও ‘ইনডক্ট্রিনেশন’ করা হতো।
ভারতের সামরিক বাহিনী জানিয়েছে, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে এটি একটি কৌশলগত ও প্রয়োজনীয় পদক্ষেপ।
