আজকাল ওয়েবডেস্ক: ভরা রাস্তায় আচমকা ধাক্কা মারে একটি গাড়ি। টেনে হিঁচড়ে কয়েক মিটার নিয়েও যায় গাড়িটি। এই ঘটনায় গুরুতর আহত হন এক ব্যক্তি। দীর্ঘদিন হাসপাতালে ভর্তিও ছিলেন। এই ঘটনার প্রায় একমাস পর জানা গেল, সেটি নিছক দুর্ঘটনা ছিল না। ওই ব্যক্তিকে গাড়িতে পিষে মারার চেষ্টা করেছিলেন তাঁর স্ত্রী ও প্রেমিক।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের গোয়ালিয়রে। পুলিশ জানিয়েছে, ২১ মার্চ শহরে একটি গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন অনিল পাল নামের এক ব্যক্তি। প্রথমে অনুমান ছিল, এটি হিট অ্যান্ড রান কেস। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ওই ব্যক্তি। হাসপাতাল থেকে ছাড়া পেয়েই তিনি থানায় পৌঁছন। তখনই স্ত্রী ও প্রেমিকের বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ করেন।
অনিল পুলিশকে জানিয়েছেন, ২০১৬ সালে রাজনিকে তিনি বিয়ে করেন। তাঁদের তিন সন্তান রয়েছে। কয়েক মাস হঠাৎ ঘনঘন বাপের বাড়িতে যাচ্ছিলেন রাজনি। তখনই অনিলের সন্দেহ হয়। একদিন রাজনির বাপের বাড়িতে গিয়ে জানতে পারেন, প্রাক্তন প্রেমিকের সঙ্গে আবারও তাঁর যোগাযোগ হয়েছে। তাঁর সঙ্গেই দেখা করতে গ্রামে আসেন।
ক্রমেই প্রেমিকের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ে রাজনির। যা জানাজানি হতেই সংসারেও অশান্তি বাড়ে। ঘটনার দিন রাজনিকে তাঁর প্রেমিকের সঙ্গে দেখে ফেলেছিলেন অনিল। এরপর বাড়ি ফিরছিলেন একা একা। তখনই গাড়ি নিয়ে তাঁর পিছনে সজোরে ধাক্কা দিয়ে টেনে হিঁচড়ে নিয়ে যান তাঁরা।
অনিলের অভিযোগের পর সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ। ব্যক্তিকে পিষে মারার চেষ্টায় রাজনি ও তাঁর প্রেমিককে গ্রেপ্তার করেছে পুলিশ। বর্তমানে তাঁরা পুলিশি হেফাজতে রয়েছেন।
