আজকাল ওয়েবডেস্ক: ফ্ল্যাটের দরজা ভিতর থেকে বন্ধ। সেটি থেকেই পচা দুর্গন্ধ বেরোচ্ছিল। টিকতে না পেরে প্রতিবেশীরা পুলিশে খবর দেন। ঘটনাস্থলে পৌঁছেই বক্স খাটটি খোলে পুলিশ। বক্স খাটের মধ্যে ভয়ঙ্কর দৃশ্য দেখে রীতিমতো চমকে উঠল তারা। সেই খাটের মধ্যেই রয়েছে এক মহিলার পচাগলা দেহ।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে দিল্লিতে। পুলিশ জানিয়েছে, তরুণীর নাম অঞ্জলি। তিনি আদতে পাঞ্জাবের বাসিন্দা ছিলেন। তরুণী বিবাহিত ছিলেন। দিল্লিতে একাই একটি ফ্ল্যাটে থাকতেন। নিজের পরিবার এবং স্বামীর সঙ্গে দীর্ঘদিন কোনও যোগাযোগ তাঁর ছিল না। তাঁরাও কোনও খোঁজখবর নেননি অঞ্জলির।
বৃহস্পতিবার বিকেলে ওই ফ্ল্যাটের মধ্যে একটি বক্স খাট থেকে তরুণীর দেহটি উদ্ধার করে পুলিশ। তাদের অনুমান, দু' থেকে তিনদিন আগে খুনের ঘটনাটি ঘটেছে। খুনের পর তরুণীর দেহ কম্বলে জড়িয়ে খাটের মধ্যে রেখে দেওয়া হয়েছিল। কীভাবে খুন করা হয়েছে, তা এখনও জানা যায়নি। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
এদিকে তরুণীর দেহ উদ্ধারের পর তাঁর পরিবারের সদস্যদের খবর দেয় পুলিশ। পাশাপাশি ফ্ল্যাটের মালিককে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে তারা। বৃহস্পতিবার বিকেলে ওই ফ্ল্যাটের বাইরে দেখা গিয়েছিল মালিককে। তাঁকে জিজ্ঞাসাবাদ করে তদন্ত জারি রেখেছে পুলিশ।
