আজকাল ওয়েবডেস্ক: স্বামী নয়, কাকা শ্বশুরের প্রেমে হাবুডুবু খাচ্ছিলেন গৃহবধূ। সংসারে কোনও মতেই থাকতেও চাইছিলেন না। শেষমেশ চরম পদক্ষেপ করলেন তিনি। কাকা শ্বশুরের সঙ্গেই পালিয়ে গেলেন গৃহবধূ। সঙ্গে নিলেন দুই কন্যাসন্তানকে। কিন্তু ছেলেকে রেখে গেলেন স্বামীর কাছে।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের ইটাওয়ায়। পুলিশ জানিয়েছে, জিতেন্দ্র কুমার পেশায় ট্যাক্সি চালক। গত ৩ এপ্রিল কানপুর থেকে বাড়ি ফিরে দেখেন ঘরে স্ত্রী ও দুই মেয়ে নেই। গায়েব তাঁর কাকা শ্বশুরও। ঘরে শুধুমাত্র ছিলেন বাবা ও তাঁর ছেলে। জিতেন্দ্র প্রতিবেশীদের কাছে স্ত্রীর খোঁজখবর নেন। কিন্তু কেউই কোনও খবর দিতে পারেননি। অবশেষে জানা যায়, কাকা শ্বশুরের সঙ্গেই গৃহবধূ পালিয়ে গেছেন।
এরপর থানায় অভিযোগ দায়ের করেন জিতেন্দ্র। তিনি পুলিশকে জানিয়েছেন, গত কয়েক মাসে প্রায়ই আসতেন কাকা। তখন থেকেই স্ত্রীর সঙ্গে গল্পে মশগুল থাকতেন। ধীরে ধীরে তাঁদের মধ্যে ঘনিষ্ঠতা বাড়ে। প্রতিবাদ করেও কোনও লাভ হয়নি। অবশেষে দুই মেয়েকে নিয়ে কাকা শ্বশুরের সঙ্গে স্ত্রী পালিয়ে গেছেন।
ইতিমধ্যেই থানায় নিখোঁজ ডায়েরি করেছেন জিতেন্দ্র। পাশাপাশি দুই কন্যাসন্তান ও স্ত্রীর খোঁজ দিতে পারলেই ২০ হাজার টাকার পুরস্কার ঘোষণা করেছেন। জিতেন্দ্রর বাবা জানিয়েছেন, পুত্রবধূ ফিরবেন কিনা সেটা সম্পূর্ণ তাঁর সিদ্ধান্ত। কিন্তু দুই নাতনিকে তাঁরা ফেরত চান। সেই জন্য ২০ হাজার টাকা পুরস্কার ঘোষণা করেছেন।
