আজকাল ওয়েবডেস্ক: স্বামীর সামনেই প্রেমিকেকে জামাকাপড় খুলে নগ্ন হতে বলেছিল যুবতী। এরপর প্রেমিকের গলায় শাল জড়িয়ে, শ্বাসরোধ করে খুন করল সে ও তার স্বামী। জঙ্গল থেকে যুবকের নগ্ন মৃতদেহ উদ্ধারের দিন কয়েক পর নৃশংস হত্যাকাণ্ডের রহস্য ফাঁস করল পুলিশ। 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের গুণা জেলায়। পুলিশ জানিয়েছে, কয়েক মাসে আগে ভারতীর স্বামী শিবরাজ জেলবন্দি ছিল। সে সময় আনন্দ নামের এক যুবকের সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়ে ভারতী। তার সঙ্গে প্রায়ই যৌনতায় লিপ্ত হত‌। শিবরাজ বাড়ি ফেরার পরেও আনন্দ ভারতীর সঙ্গে বাড়িতেই দেখা করতে আসতেন। 

সম্প্রতি মত্ত অবস্থায় ভারতীর বাড়িতে ঢুকে পড়েন আনন্দ। শিবরাজের সামনেই ভারতীর সঙ্গে সঙ্গমে লিপ্ত হতে চান। এই ঘটনার পরেই দম্পতি আনন্দকে খুনের পরিকল্পনা করে। কিছুদিন পর আনন্দকে জঙ্গলের মধ্যে ডেকে আনে তারা। তাঁকে মদ খাইয়ে বেহুঁশ করে দেয়। ভারতী আনন্দকে নগ্ন হওয়ার নির্দেশ দেয়। নির্দেশ মতো দু'জনের সামনেই নগ্ন হন আনন্দ। তখনই ভারতীর শাল আনন্দের গলায় জড়িয়ে শ্বাসরোধ করে তাঁকে খুন করা হয়। দেহ জঙ্গলের মধ্যে ফেলে রেখে পালিয়ে যায় তারা। 

গ্রামবাসীদের থেকে খবর পেয়ে জঙ্গল থেকে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ। তদন্তে নেমে দম্পতির বিষয়ে জানতে পারে। পুলিশি জেরায় ভারতী খুনের ঘটনাটি স্বীকার করে নেয়। অন্যদিকে শিবরাজ পলাতক। তার খোঁজে তল্লাশি অভিযান চলছে। খুনের ঘটনার তদন্ত জারি রেখেছে পুলিশ।