আজকাল ওয়েবডেস্ক: তখন মধ্যরাত। ফাঁকা গুলির মধ্যে হাত ধরে হাঁটছিলেন দুই বান্ধবী। আচমকাই নজরে পড়ে, তাঁদের পিছন পিছন হেঁটে আসছে এক অচেনা যুবক। পালানোর আগেই ঘটল বিপত্তি। হঠাৎ এক তরুণীর হাত পিছনে থেকে টেনে ধরে ওই যুবক। বান্ধবীর চোখের সামনে ওই তরুণীর শ্লীলতাহানি করে পালিয়ে যায় অভিযুক্ত যুবক। ভয়ঙ্কর এই কাণ্ড প্রকাশ্যে আসতেই, বেঙ্গালুরুতে নারী নিরাপত্তা নিয়ে উঠল প্রশ্ন। 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুর বিটিএম লেআউট এলাকায়। পুলিশ জানিয়েছে, ৩ এপ্রিল রাত ১টা ৫৫ মিনিটে ওই ফাঁকা গলি দিয়ে বাড়ি ফিরছিলেন দুগ তরুণী। গলির মধ্যে এক অজ্ঞাত পরিচয়ের যুবক এক তরুণীর শ্লীলতাহানি করে। এরপর পালিয়েও যায়। এখনও সেই যুবকের খোঁজ পাওয়া যায়নি। 

তরুণীর শ্লীলতাহানির ভিডিওটি ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। যার সত্যতা যাচাই করেনি আজকাল ডট ইন। সেই ভিডিওতে দেখা গেছে, তরুণীর হাত টেনে ধরে, পিছন থেকে জড়িয়ে ধরে ওই যুবক। এরপর তাঁর বুকেও হাত রাখে। তখন তরুণীকে বাঁচানোর চেষ্টা করেন বান্ধবী। তাঁর এক হাত ধরেও ছিলেন তিনি। দুই তরুণী চিৎকার করতেই এলাকা ছেড়ে পালিয়ে যায় যুবক। 

স্থানীয় এক বাসিন্দা এফআইআর দায়ের করেছেন থানায়। কিন্তু ওই তরুণী পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেননি। তবুও সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্ত জারি রেখেছে পুলিশ।