আজকাল ওয়েবডেস্ক: সিন্ধু জলচুক্তি নিয়ে ফের ভারতকে হুঁশিয়ারি দিল পাকিস্তান। সে দেশের প্রাক্তন বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টো বলেন, সিন্ধু জলচুক্তির অধীনে ভারত যদি ইসলামাবাদকে তার ভাগের জল দিতে অস্বীকার করে, তাহলে যুদ্ধ ঘোষণা করবে পাকিস্তান।

পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) প্রধান বিলাওয়াল বলেন, ভারত যদি জল অস্বীকার করার পথেই এগিয়ে যায়, তাহলে আমাদের আবার যুদ্ধ করতে হবে। সোমবার সংসদে বক্তব্য রাখার সময়, বিলাওয়াল ভারতের পদক্ষেপকে প্রত্যাখ্যান করেন এবং চুক্তির স্থগিতাদেশকে অবৈধ ঘোষণা করে ভারতের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার হুমকি দেন।

সিন্ধু অববাহিকার ছয়টি নদীর কথা উল্লেখ করে ভুট্টো বলেন, “ভারতের কাছে দু’টি বিকল্প আছে: ন্যায্যভাবে জল ভাগাভাগি করা, অথবা আমরা ছয়টি নদীর জল আমাদের কাছে পৌঁছে দেব।” তিনি আরও বলেন, “সিন্ধু (সিন্ধু নদী) এর উপর আক্রমণ এবং ভারতের দাবি যে সিন্ধু জল চুক্তি শেষ হয়ে গিয়েছে এবং এটি স্থগিত রয়েছে। প্রথমত, এটি অবৈধ, কারণ চুক্তি স্থগিত নেই। এটি পাকিস্তান এবং ভারতের জন্য বাধ্যতামূলক। জাতিসংঘের নিয়ম অনুযায়ী জল বন্ধ করার হুমকি অবৈধ।”

কয়েকদিন আগেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মন্তব্য করেছিলেন যে ভারত কোনও দিনই ১৯৬০ সালে জলবন্টন চুক্তি পুনরুদ্ধার করবে না। যা কি না ২২ এপ্রিলের পহেলগাঁও জঙ্গি হামলায় ২৬ জনের মৃত্যুর পর স্থগিত করে দেওয়া হয়েছিল। এরপরেই ভুট্টোর এই মন্তব্য।

ভুট্টো সহযোগিতার উপরও জোর দিয়ে বলেন, “যদি ভারত ও পাকিস্তান আলোচনা করতে রাজি না হয় এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে যদি কোনও সমন্বয় না থাকে, তাহলে উভয় দেশের মধ্যে বিবাদ আরও তীব্র হবে।”

তাঁর অভিযোগ, ভারত ‘রাজনৈতিক উদ্দেশ্যে’ সন্ত্রাসবাদকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে। তাঁর দাবি, ভারত ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স (FATF) ফ্রন্টে পাকিস্তানের সাফল্যকে ছোট করে দেখানোর জন্য জন্য কূটনৈতিকভাবে কাজ করেছে। ভুট্টোর অভিযোগ, “যখন পাকিস্তান সফলভাবে FATF-এর ধূসর তালিকা থেকে সাদা তালিকায় চলে গিয়েছে, তখন ভারত মিথ্যা বর্ণনা এবং কূটনৈতিক চাপ ব্যবহার করে আমাদের ধূসর তালিকায় ফিরিয়ে আনার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।"