আজকাল ওয়েবডেস্ক: চাকরি বাঁচাতে কোম্পানির সব নিয়ম মানতে হবে। এমনকী আগুন নিয়েও ছিনিমিনি খেলতে হতে পারে। চাকরি টিকিয়ে রাখতে গেলে মুখে একবারে ঢোকাতে হবে জলন্ত মশাল। এমনই এক আজব নিয়ম চালু করল এক কোম্পানি। যাঁরা জলন্ত মশাল মুখে পুরতে পারবেন, তাঁদেরই একমাত্র অফিসে রাখা হবে। কোম্পানির এমন ভয়াবহ নিয়মের কথা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন এক কর্মী।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে চিনে। রংরং নামের এক তরুণী সমাজমাধ্যমে জানিয়েছেন, এক বেসরকারি কোম্পানি বর্তমানে নতুন নিয়ম চালু করেছে। কর্মীদের জলন্ত মশাল মুখে পুরতে হবে। আগুনখেকো হতে পারলেই, টিকবে চাকরি।
কেন এই নিয়ম চালু করা হয়েছে? তরুণী জানিয়েছেন, কর্মীদের ভয় দূর করতে, আত্মবিশ্বাস বাড়াতে জলন্ত মশাল মুখে পুরতে খানিকটা জোর করেছে কোম্পানি। মাত্র ছ'মাস এই কোম্পানি চাকরি করছেন রংরং। অদ্ভুত এই নিয়মের কথা সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন। তিনি আরও জানিয়েছেন, ৬০ জন কর্মীকে এই নিয়ম মানতে জোর করেছে কোম্পানি। যাঁরা আগ্রহ দেখিয়েছেন, তাঁদের প্রতি এখনও পর্যন্ত সন্তুষ্ট কোম্পানির বস। চিনের শ্রমিক আইন বিরোধী এই নিয়ম ঘিরে তিনি এবার প্রকাশ্যে সরব হয়েছেন। থানায় অভিযোগ জানাতে ইচ্ছুক বলেও জানিয়েছেন তিনি।
