আজকাল ওয়েবডেস্ক : ইরান এবং ইজরায়েলের মধ্যে তৈরি হয়েছে নতুন সঙ্কট। বিশ্ববাজারে তেলের দামে সরাসরি এর প্রভাব পড়েছে। লেবানন ও ইজরায়েলের হামলা এবং তার জেরে ইজরায়েলে ইরানের হামলার কারণে অপরিশোধিত তেলের সরবরাহ বিঘ্নিত হতে পারে। এই আশঙ্কায় দাম বেড়েছে। যদিও বিশ্ববাজারে তেলের সরবরাহ এখন পর্যন্ত যথেষ্ট রয়েছে।
বৃহস্পতিবার ক্রুড তেলের দাম ব্যারেল প্রতি ৬৪ সেন্ট বা শূন্য দশমিক ৮৭ শতাংশ বেড়ে ৭৪ দশমিক ৫৪ ডলারে উঠেছে। সেই সঙ্গে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুড বা ডব্লিউটিআই ক্রুডের দাম ৭২ সেন্ট বেড়ে ব্যারেল প্রতি ৭০ দশমিক ৮২ ডলারে উঠেছে। বৃহস্পতিবার ভোরে লেবাননের বাচুরা এলাকায় ইজরায়েলের বোমা বর্ষণে দুজন নিহত এবং ১১ জন আহত হয়েছেন।
এরফলে ফের ভারতে তেলের দাম বাড়তে পারে। কিছুদিন আগে তেলের দাম কমার ক্ষেত্রে বেশ কয়েকটি সিদ্ধান্ত নিয়েছিল কেন্দ্রীয় সরকার। কিন্তু এই পরিস্থিতি ফের নতুন করে চিন্তার মেঘ ঘনাচ্ছে। এই পরিস্থিতিতে তেলের দাম অনেকটা বেড়ে যাওয়া স্বাভাবিক। বুধবার হঠাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেলের মজুত বাড়ানো হয়েছে। অপরিশোধিত তেলের সরবরাহ নিয়ে যে আশঙ্কা তৈরি হয়েছিল, মার্কিন যুক্তরাষ্ট্র তেলের মজুত বৃদ্ধি করায় তা কিছুটা কমেছে।
গত ২৭ সেপ্টেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেলের মজুত ৩ দশমিক ৯ মিলিয়ন বা ৩৯ লক্ষ ব্যারেল বৃদ্ধি পেয়ে ৪১৭ মিলিয়ন বা ৪১ কোটি ৭০ লক্ষ ব্যারেল হয়েছে। তবে এই পরিস্থিতিতে ভারতের মত দেশ কীভাবে নিজের অবস্থান রাখবে সেটাই এখন দেখার। পাশাপাশি যদি ক্রুড তেলের দাম বাড়ে সেখানে ভারতের বাজারে জ্বালানি তেলের দাম আরও বাড়তে পারে।
