আজকাল ওয়েবডেস্ক: চিংড়ির ভক্ত! চিংড়ি খাওয়ার পর ব্লগারের যা দশা হল, তাতেই চোখ ছানাবড়া নেটিজেনদের। সম্প্রতি জনপ্রিয় ফুড ব্লগারের চিংড়ি খাওয়ার ভিডিও হু হু করে ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। কেউ কেউ বাহবা দিলেও, অধিকাংশেরই চক্ষু চড়কগাছ। কারণ? ফুড ব্লগার জ্যান্ত চিংড়ি চিবিয়ে চিবিয়ে খেয়েছেন।
সম্প্রতি থাইল্যান্ডে ঘুরতে গিয়েছিলেন ওই ব্লগার। থাইল্যান্ডের জনপ্রিয় একটি পদ চেখে দেখেন। পদটি একটি স্যালাড। তার মধ্যে ছিল পেঁয়াজ, শাক, সবুজ রঙের সবজি, চিনি, লেবুর রস। আর ছিল কয়েক টুকরো জ্যান্ত চিংড়ি। গোং টেন নামের স্যালাডটি থাইল্যান্ডে ভীষণ জনপ্রিয়।
থাইল্যান্ডে ঘুরতে একটি দোকান থেকে স্যালাডটি কিনে খান ব্লগার। স্যালাড বানানো থেকে খাওয়া পর্যন্ত, গোটা ঘটনাটি ভিডিও করেছেন একজন। একটি প্ল্যাটিকের বাটিতে সবজির সঙ্গে জ্যান্ত চিংড়ি, তার মধ্যে লেবুর রস মাখিয়ে স্যালাড বানানোর ভিডিও দেখেই অবাক হয়ে যান নেটিজেনরা। তখনও বাটিতে ছটফট করছিল জ্যান্ত চিংড়িগুলো। হাতে বাটি নিয়েই জ্যান্ত চিংড়ি চিবিয়ে খেয়ে নেন ব্লগার।
খাওয়ার পরেই স্যালাডের প্রশংসায় পঞ্চমুখ হন ওই ব্লগার। তিনি জানান, এর আগেও জ্যান্ত চিংড়ি তিনি খেয়েছিলেন। তবে সেটি তেমন ভালো লাগেনি। এবার থাইল্যান্ডের জনপ্রিয় স্যালাড খেয়ে তিনি মুগ্ধ। বিশেষত, জ্যান্ত চিংড়ি খেয়ে তিনি যে অভিভূত, তা ধরাও পড়েছে ভিডিওতে। নেটিজেনরা দেখে রীতিমতো অবাক হয়ে গেছেন। জ্যান্ত চিংড়ি খাওয়ার ভিডিও ইতিমধ্যেই লক্ষাধিক মানুষ দেখেছেন। বর্তমানে সমাজমাধ্যমের ভাইরাল ভিডিও সেটি।
