আজকাল ওয়েবডেস্ক: সেল্‌স টার্গেট পূরণ না হলেই থরথর করে কাঁপতেন কর্মীরা। কারণ, টার্গেট পূরণ না হলেই, একদিন পরেই শুরু বসের নারকীয় অত্যাচার। শারীরিক নির্যাতনে জেরবার ছিলেন প্রায় সকলেই। এখানেই শেষ নয়। এর জন্য বেতন কেটে নেওয়া হত। সম্পূর্ণ বেতন দেওয়া হত না কর্মীদের। অবশেষে সংস্থার বিরুদ্ধে বিরাট অভিযোগ প্রকাশ্যে আনলেন কর্মীরা।

 

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে জাপানের ওসাকায়। 'নিয়ো কর্পোরেশন’ নামে এক সংস্থার বিরুদ্ধে পাঁচ প্রাক্তন কর্মী শারীরিক নির্যাতন ও হয়রানির অভিযোগ তুলে মামলা দায়ের করেছেন। বর্তমানে জাপানে 'নিয়ো কর্পোরেশন' সংস্থার ন’টি শাখা রয়েছে। এই সংস্থাটি বিদ্যুৎ এবং জ্বালানি সাশ্রয়ী সরঞ্জাম বিক্রি করে। পাশাপাশি এই সরঞ্জাম বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার কাজ করে। 

 

প্রাক্তন কর্মীদের অভিযোগ, টার্গেট দেওয়ার একদিন পরেই শুরু হত অত্যাচার। টার্গেট পূরণ না হলেই কর্মীদের নগ্ন ছবি তুলতে বাধ্য করা হত। তারপর সেই নগ্ন ছবি ছড়িয়ে দেওয়া হত অন্যান্য কর্মীদের মধ্যে। টার্গেট পূরণ না হলে বাকি কর্মীদের এমন দশা হবে বলে হুমকি দিতেন বস। এমনকী কখনও কখনও যৌনাঙ্গ জোরে চেপে ধরে শাস্তি দিতেন। যে সময় যন্ত্রণায় কথা বলার ক্ষমতাও থাকত না তাঁদের। 

 

কর্মীরা আরও জানিয়েছেন, প্রায়ই তাঁদের বেতন কেটে নেওয়া হত। পুরো বেতন দেওয়া হত না। টাকা ফেরত দিতেন না। ম্যানেজারকে অভিযোগ জানিয়েও বিশেষ লাভ হত না। বরং সকলে হাসাহাসি করতেন। চলতি বছরে মার্চ মাসে সংস্থার বিরুদ্ধে মামলা দায়ের করেন তাঁরা। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে ওই সংস্থা।