আজকাল ওয়েবডেস্ক: যদি বুদ্ধি থাকে তাহলে যেকোনও কাজকে সহজ করে নেওয়া যায়। তেমনই একটি মজার কাহিনী উঠে এল সকলের কাছে।
ব্রিটেনের এক ব্যক্তির অবাক করা গল্প এল সকলের কাছে। তিনি এক বছর ধরে সেখানকার ট্রেনে চড়ে বেড়ালেন। তবে এজন্যে তার এক টাকাও খরচ করতে হয়নি। তিনি এক বছরে ১.০৬ লক্ষ টাকা বাঁচিয়ে দিলেন। টিকিট ছাড়াই তিনি সেখানে এই কাজটি করতে পেরেছিলেন। তাঁকে শুধু একটি কায়দা করতে হয়েছিল। এই কায়দাটি তিনি সারা বছর ধরে করেন এবং এই লক্ষাধিক টাকা বাঁচিয়ে নেন।
তার গল্প সকলের সামনে আসার পর সকলে অবাক হয়ে যান কীভাবে তিনি এই কাজটি করেছিলেন। তিনি এই কাজটি করছিলেন ট্রেনের টিকিট বুকিংয়ে দেরি এবং টাকা ফেরতের কৌশলকে কাজে লাগিয়ে। এর আগে সমস্ত ট্রেনের সময় ছিল তার মুখস্থ। ধরা পড়ার পর ওয়াইজ নামের ওই ব্যক্তি জানিয়েছিলেন তিনি প্রথমে ট্রেনের টিকিট বুক করতেন। তারপর একেবারে শেষ সময়ে এসে সেটিকে বাতিল করে দিতেন। ফলে টিকিট বুক করার সমস্ত টাকা তিনি ফেরত পেয়ে যেতেন। তবে ট্রেনে ওঠার ঠিক আগে তিনি বাতিল করতেন ফলে সেখান থেকে ট্রেন চড়ে তিনি নিজের গন্তব্যে চলে যেতেন।
মাত্র ১ মিনিটের হেরফের ঘটিয়ে তিনি এই কাজটি করতেন। তাঁর এই বুদ্ধি শুনে অনেকেই তারিফ করেছেন। প্রতিটি সময় তিনি দেরিতে আসার ট্রেনগুলিকে টার্গেট করতেন। ফলে সেখান থেকে তিনি টিকিট বাতিল করার সময় ও সুযোগ দুটোই পেয়ে যেতেন। তবে ১ বছর শেষে তিনি ধরা পড়ে যান এবং জেলযাত্রা করতে হয় এই অতি বুদ্ধিমান রেলযাত্রীকে।
ব্রিটেনের রেলের পক্ষ থেকে বলা হয় তারা বহুদিন ধরেই এই ব্যক্তির কাজের দিকে নজর দিয়েছিলেন। তবে প্রতিবার তাঁকে ধরার জন্য প্রয়োজনীয় প্রমাণ ছিল না। তবে একেবারে শেষে এসে তারা প্রমাণ সমেত গ্রেপ্তার করে নেন এই যাত্রীকে। বিষয়টি তারা সকলকে জানিয়েছেন যাতে ভবিষ্যতে কেউ এমনটা করতে না পারে।
