আজকাল ওয়েবডেস্ক: মানবদেহ মানেই নানা রোগের বাসা। সেখানে ছোটো রোগ থেকে শুরু করে বড় ধরণের রোগ সবই থাকে। প্রতিবার রোগের আক্রমণ থেকে নিজেকে বাঁচাতে মানুষ নানা ধরণের ওষুধ খেয়ে থাকে। তবে এবার রোগ থেকে বাঁচতে নতুন আবিষ্কার আসতে চলেছে সকলের কাছে।
 
 বায়োইঞ্জিনিয়াররা এক ধরণের স্মার্ট সেল তৈরি করছেন। যদি এই পরীক্ষা সফল হয়ে যায় তাহলে এই স্মার্ট সেলগুলি দেহের মধ্যে থাকা রোগকে নিজেই খুঁজে বের করবে এবং সেখান থেকে তাদের সঙ্গে লড়াই করে তাদেরকে ধ্বংস করবে। 
 
 রাইস বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক এই কাজটি করার জন্য দিনরাত এক করে কাজ করছেন। এই আবিষ্কার যদি সফল হয় তাহলে ব্লাড সুগারের মতো কঠিন রোগ থেকেও মিলতে পারে মুক্তি। তাদের মধ্যে একজন জানিয়েছেন, যেভাবে একটি গুলি তার টার্গেটকে খুঁজে বের করে তাকে নষ্ট করে সেভাবেই এই স্মার্ট সেল দেহের মধ্যে থাকা রোগের জীবানুকে বের করে তাকে নষ্ট করবে।
 
 এই স্মার্ট সেলকে দেহের মধ্যে একটি ভ্যাকসিনের মতো দিয়ে দেওয়া হবে। সেখান থেকে এটি দেহের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়বে। তারপর দেহের মধ্যে বিভিন্ন কোষে এটি নিজের কাজ শুরু করে দেবে। ফলে সেখানে যদি কোনও রোগ থাকে তাহলে তাকে নষ্ট করতে দ্রুত কাজ করবে এই স্মার্ট সেল। 
 
 গবেষকরা মনে করছেন দেহের মধ্যে এই স্মার্ট সেল প্রবেশ করানোর আগে সেই ব্যক্তির দেহের পরিস্থিতি আগে বিচার করা হবে। তারপর এটিকে দেহে প্রবেশ করানো হবে। যদি কেউ অসুস্থ থাকেন তাহলে তাকে এই স্মার্ট সেল দেওয়া যাবে না। পাশাপাশি এটি দেহে প্রবেশের আগে বয়সও দেখা হবে। যদি বেশি বয়স কারও হয়ে থাকে তাহলে তার দেহে এটি দেওয়া যাবে না।
 
 দেহের মধ্যে প্রতিটি রোগের জীবানুকে খুঁজে নিয়ে তাকে শেষ করবে এই স্মার্ট সেল। এই আবিষ্কার যদি দ্রুত হয়ে যায় তাহলে অতি সহজে নানা ধরণের রোগের নিরাময় করতে ঘন ঘন চিকিৎসকের কাছে যেতে হবে না। 
