আজকাল ওয়েবডেস্ক: ভারত আজ ভাবলে, দেখাদেখি পাকিস্তান ভাবে কাল। গত কয়েকদিনে এমন পরপর দুই ঘটনা দেখে তাই বলছে ওয়াকিবহাল মহল। প্রথমে মোদির পরেই শাহবাজের সেনাদের সঙ্গে সাক্ষাৎ। তার পরেই দেশে দেশে নিজেদের প্রতিনিধি দল পাঠানো। একে একে ভারত যা করছে, তা দেখে দেখেই যেন একেবারে ‘সস্তার কপি’ করছে পাকিস্তান।
অপারেশন সিঁদুর নিয়ে এবার বিশ্বের দরবারে ভারত। এজন্য সাতজনের একটি টিম গঠন করা হয়েছে। এই সাতজন সাংসদ অপারেশন সিঁদুর কেন জরুরি ছিল তা বিভিন্ন দেশকে গিয়ে বোঝাবেন। শনিবারই প্রকাশ্যে এসেছিল তা। ঠিক তার কয়েকঘণ্টা পরে জানা গেল, একই কাজ করবে পাকিস্তানও।
অপারেশন সিঁদুরের পর পাকিস্তানের অপারেশন বুনিয়ান-আন-মারসুস নিয়ে বিশ্বকে বার্তা দেবে তারা। সমাজমাধ্যমে তা জানিয়েছেন খোদ বিলাবল। বিলাবল ভুট্টো, পাকিস্তানের প্রাক্তন বিদেশমন্ত্রী। পাকিস্তান পিপলস পার্টির নেতা। শাহবাজ সরকারের জোটসঙ্গী। তাঁকেই দায়িত্ব দিয়েছেন পাক প্রধানমন্ত্রী। বিলাবল নিজেই জানিয়েছেন, ওই প্রতিনিধি দলের, বিশ্বের দরবারে পাকিস্তানের অবস্থান এবং শান্তির বার্তা পৌঁছে দেওয়ার জন্য তাঁকে দায়িত্ব দেওয়া হয়েছে।
ভারত সরকারের সাত জনের প্রতিনিধি দলে থাকবেন কংগ্রেসের শশী থারুর, বিজেপি সাংসদ রবিশঙ্কর প্রসাদ, জেডিইউ সাংসদ সঞ্জয় কুমার ঝা, বিজেপি সাংসদ বৈজয়ন্ত পান্ডা, ডিএমকে সাংসদ কানিমোঝি করুণানিধি, এসিপি সাংসদ সুপ্রিয়া সুলে, শিবসেনা সাংদ শ্রীকান্ত একনাথ শিন্ডে।
