আজকাল ওয়েবডেস্ক: অপারেশন সিঁদুর। পহেলগাঁও হামলার পর থেকেই দেশের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী সাফ বার্তা দিয়েছিলেন, সন্ত্রাসীদের রেয়াত নয় কোনওভাবেই। পাকিস্তানকে যে জবাব দেওয়া হবে সঠিক সময়ে, সঠিকভাবে, ইঙ্গিত ছিল তারও। বিশ্বনেতারা বরাবর শান্তির পক্ষে বার্তা দিয়েছেন। জানিয়েছেন কথা বলে, আলোচনার মাধ্যমে মিটিয়ে নেওয়ার কথা। 

২২ এপ্রিলের নৃশংস হামলার উত্তর দিয়েছে ভারত, নিজেদের মতো করে। মধ্যরাত্রিতে একযোগে গুঁড়িয়ে দিয়েছে পাকিস্তানের একাধিক জঙ্গিঘাঁটি। ভারতের মোক্ষম জবাবে কী বলছেন বিশ্বনেতারা? নজর ছিল সেদিকেও।


ঘটনার কথা জানার পরেই প্রতিক্রিয়া জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জানিয়েছেন, ‘আমি মনে করি অতীতের কিছু ঘটনার উপর ভিত্তি করে মানুষ জানত যে কিছু ঘটতে চলেছে। তারা দীর্ঘদিন ধরে লড়াই করে আসছে।‘  সঙ্গেই নিজের আশার কথা জানিয়েছেন। আশা করছেন, দ্রুত শেষ হবে এসব। 


মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রুবিও জানিয়েছেন, ভারত ও পাকিস্তানের মধ্যে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন তিনি।  একই সঙ্গে বার্তা দিয়েছেন, পারমাণবিক-সশস্ত্র এশীয় প্রতিবেশীদের মধ্যেকার সমস্যার শান্তিপূর্ণ সমাধানের লক্ষ্যে চেষ্টা জারি রাখবে ওয়াশিংটন।


চিন কী বার্তা দিচ্ছে? হামলার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে যেমন, একইসঙ্গে পারমাণবিক শক্তিধর প্রতিবেশীদের মধ্যে ক্রমঅনবনতির সম্পর্কে উভয় পক্ষকে সংযম দেখানোর বার্তা চিনের। সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রে খবর, বেজিংয়ের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘আমরা ভারত ও পাকিস্তান উভয়কেই শান্তি ও স্থিতিশীলতাকে অগ্রাধিকার দেওয়ার, শান্ত ও সংযত থাকার এবং পরিস্থিতি আরও জটিল করে তোলে এমন পদক্ষেপ নেওয়া এড়াতে আহ্বান জানাচ্ছি।‘


সামরিক সংঘর্ষের তীব্রতা বাড়ায় উদ্বেগ প্রকাশ করেছে মস্কো। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় দুই দেশেকেই সংযম দেখানোর আহ্বান জানিয়েছে।

বার্তায় ব্রিটেন জানিয়েছে, আঞ্চলিক স্থিতিশীলতা, সংলাপ, উত্তেজনা কমাতে দু’ দেশেরই আগ্রহ রয়েছে। আর এই প্রসঙ্গে যে কোনও ধরনের সহায়তা করতে রাজি ব্রিটেন। ব্রিটিশ নাগরিকদের এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে সীমান্ত-সহ বেশকিছু জায়গা এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী সাফ জানিয়েছেন, সন্ত্রাসবাদের ভয়াবহতা থেকে নিজেকে রক্ষা করার ভারতের এই তীব্র চেষ্টাকে বুঝতে পারছেন তিনি। একই সঙ্গে দু’ দেশকেই যুদ্ধ পরিস্থিতিতে সংযম দেখাতে বলেছেন। 

ইজরায়েল সরাসরি ভারতের আত্মরক্ষার অধিকারকে সমর্থন জানিয়েছে। ভারতে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত রিউভেন আজার জানিয়েছেন, ‘ভারতের আত্মরক্ষার অধিকারকে সমর্থন করে ইজরায়েল। সন্ত্রাসীদের জানা উচিত যে নিরপরাধদের বিরুদ্ধে তাদের জঘন্য অপরাধ থেকে লুকানোর কোনও জায়গা নেই।‘

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস পাকিস্তান এবং পাকিস্তান-শাসিত কাশ্মীরে ভারতীয় সামরিক অভিযান প্রসঙ্গে উদ্বেগ প্রকাশ করেছেন। মঙ্গলবার জাতিসংঘের মহাসচিব দু’ দেশকে সংযম প্রদর্শনের বার্তা দিয়েছেন।