আজকাল ওয়েবডেস্ক: পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলায় প্রাণ গেছে ২৬ পর্যটকের। ১৫ দিন পেরিয়ে যাওয়ার পরেও ক্ষোভে ফুঁসছে দেশ। প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তানের বিরুদ্ধে কেন্দ্র একগুচ্ছ কড়া পদক্ষেপ করলেও, রাগ এখনও দমেনি ভারতবাসীর। এই পরিস্থিতিতে খোদ পাকিস্তানিরাই পাক সেনাবাহিনী ও নেতাদের বিরুদ্ধে ব্যাপক ক্ষোভ উগরে দিচ্ছেন। পাক সেনাবাহিনী সাধারণ পাকিস্তানিদের বিশ্বাসযোগ্যতা হারিয়েছে বলেও ধারণা অনেকের।
পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর সোশ্যাল মিডিয়া এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেছেন সঙ্গীতশিল্পী আদনান সামি। ২০১৬ সালে ভারতের নাগরিকত্ব পান তিনি। রবিবার আদনান সামি লিখেছেন, বাকুর রাস্তায় কয়েকজন পাকিস্তানি যুবকের সঙ্গে দেখা হয়েছিল। ওঁরা বলেন, 'স্যার, আপনি ভাগ্যবান। সঠিক সময়ে দেশ ছেড়েছেন। আমরাও আমাদের নাগরিকত্ব বদলাতে চাই। আমরা সেনাবাহিনীকে ঘৃণা করি। তারাই আমাদের দেশকে শেষ করে দিচ্ছে।' এর প্রত্যুত্তরে আদনান সামি বলেন, 'আমি এটা বহু আগেই টের পেয়েছিলাম'।
সূত্রের খবর, যুদ্ধের ইঙ্গিত পেতেই পাক সেনাবাহিনীর বহু সেনা তাঁদের পরিবারের সদস্যদের ইউরোপের বিভিন্ন দেশে পাঠিয়ে দিয়েছেন। এমনকী কয়েকজন পাকিস্তানি নেতাও দেশ ছাড়ার পরিকল্পনা করছেন। আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, পাক নেতা আলি মহম্মদ খান মারওয়াত জানিয়েছেন, 'ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ শুরু হলে, আমি ইংল্যান্ডে চলে যাব।' এই পরিস্থিতিতে পাক সেনাবাহিনীর ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন সাধারণ পাকিস্তানিরা। দেশের মানুষকে বিপদে রক্ষা করার পরিবর্তে, যাঁরা পালিয়ে বাঁচার পরিকল্পনা করেন, তাঁদের উপর বিন্দুমাত্র ভরসা করা যাচ্ছে না বলে সোশ্যাল মিডিয়ায় তীব্র ক্ষোভ উগরে দিচ্ছেন নেটিজেনরা।
