আজকাল ওয়েবডেস্ক: 'অপারেশন সিঁদুর'-এর জেরেই আতঙ্কে কাঁপছে পাকিস্তান! রাতের অন্ধকারেই জঙ্গি ঘাঁটিতে হামলা চালিয়ে গুঁড়িয়ে দিল ভারত। ৯টি জঙ্গি ঘাঁটি মিলিয়ে শতাধিক জঙ্গির মৃত্যুর সম্ভাবনাও রয়েছে। এই পরিস্থিতিতে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে একটি ভিডিও। যেখানে দেখা গেছে, দেশের এহেন পরিস্থিতিতে কেঁদে ভাসাচ্ছেন এক পাকিস্তানি সংবাদ পাঠিকা।
বুধবার সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ঘিরে জোর চর্চা। যেখানে এক পাকিস্তানি সংবাদ পাঠিকাকে খবর পড়তে দেখা গেছে। যে ভিডিওর সত্যতা যাচাই করেনি আজকাল ডট ইন। ভিডিওতে দেখা গেছে, খবর পড়তে পড়তেই ওই সংবাদ পাঠিকা হাউমাউ করে কাঁদছেন। গলা ধরে এসেছে তাঁর। ভারতের হামলায় নিরীহ মানুষের মৃত্যুমিছিল ঘিরে দুঃখপ্রকাশ করতে দেখা গিয়েছে তাঁকে।
ইসলামাবাদ জানিয়েছে, ভারতের হামলায় এ পর্যন্ত ২৬ পাকিস্তানি নাগরিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ৪৬ জন। বুধবার চর্চিত ভিডিওতে পাকিস্তানি সংবাদ পাঠিকা কাঁদতে কাঁদতে বলেন, 'নিরীহ মানুষদের জন্য সকলে প্রার্থনা করুন।'
গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ের বৈসরণে বেছে বেছে পুরুষ পর্যটকদের গুলি করে হত্যা করে জঙ্গিরা। সেই ঘটনার ১৫ দিনের মাথায় পাকিস্তানে ভারতের প্রত্যাঘাত 'অপারেশন সিঁদুর'। এই অপারেশনে ৯টি জঙ্গি ঘাঁটিতে হামলা চালায় ভারতের তিন সেনাবাহিনী। এদিকে বুধবার পাকিস্তানি সেনাবাহিনী জম্মু কাশ্মীরে গুলিবর্ষণ করে। ১০ জন ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে আজ।
