আজকাল ওয়েবডেস্ক: আন্টার্কটিকার একটি ভিডিও সকলের মন ছুঁয়ে গেল। এখানে শীতের দাপট তো সারাবছরই থাকে। তবে এখানকার স্থায়ী বাসিন্দা হল পেঙ্গুইন। একটি চিন্তাশীল দম্পতি এবং একটি বুদ্ধিমান পেঙ্গুইনের ভাইরাল ভিডিও এখন সাড়া ফেলেছে সর্বত্র। সেখানে দেখা গিয়েছে বরফের রাস্তায় দাঁড়িয়ে রয়েছে দম্পতি। তাদের ঠিক পিছনেই চুপ করে দাঁড়িয়ে রয়েছে একটি পেঙ্গুইন। বরফের পথে তাকে যতক্ষণ না পর্যন্ত পথ ছেড়ে দেওয়া হল ততক্ষণ পর্যন্ত সে চুপ করে থমকে ছিল। তবে যখনই তাকে সেখান থেকে যাওয়ার পথ করে দেওয়া হল তখনই সে নিজের পথে গুটি গুটি করে এগিয়ে চলে গেল।
?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14">
?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
View this post on Instagram
?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Ciera Ybarra (@ciera.ybarra)
এই ছবি সকলের মনে জায়গা করে নিয়েছে। ভিডিওটি শেয়ার করে ওই দম্পতি লিখেছেন, পেঙ্গুইন এতটাই নিয়ম মেনে চলে যে সে নিজের যাতায়াতের পথ যতক্ষণ না পর্যন্ত সাফ করা হবে ততক্ষণ সে নিজের জায়গা ছেড়ে যাবে না। পথ পরিষ্কার হলে তবেই সেখান থেকে সে চলে যাবে। এযেন হাইওয়ে রাস্তায় গাড়ি চলার মতো। যদিও তারা অনেক সময় নিজের রাস্তা নিজেই তৈরি করে নেয়। তবে মানুষের দেখানো রাস্তা দিয়েও তারা চলতে ভালোবাসে। এই ভিডিও সেটাই প্রমাণ করল।