আজকাল ওয়েবডেস্ক: রবিবার সকাল থেকে উত্তাল বাংলাদেশ। আবারও আন্দোলনকারী পড়ুয়াদের সঙ্গে পুলিশের সংঘর্ষে অগ্নিগর্ভ দশা। আজ সকাল থেকে দফায় দফায় সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে ১৮ জনের। আহত বহু। গুলিবিদ্ধ তরুণ, তরুণীদের ভিড় বাড়ছে বিভিন্ন হাসপাতালে।

শনিবার শহিদ মিনারের সামনে জড়ো হয়েছিলেন হাজার হাজার আন্দোলনকারী। সেখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মঞ্চের তরফে আজ থেকে 'সর্বাত্মক অসহযোগ' আন্দোলনের ঘোষণা করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের দাবিও তোলেন তাঁরা। এদিকে আজ আওয়ামী লিগের কর্মসূচিও চলছে। দুই সংগঠনের কর্মসূচিতে আজ অশান্তির আঁচ আগেই পাওয়া গিয়েছিল। রবিবার সকাল থেকে ফের অশান্ত রাজধানী ঢাকা সহ বাংলাদেশের একাধিক শহর।

মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, মিরপুর, রংপুর সহ একাধিক এলাকায় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ, কখনও আওয়ামী লিগের সঙ্গে সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। এই প্রতিবেদন লেখা পর্যন্ত মুন্সিগঞ্জে ৩ জন, বগুড়ায় ৩ জন, মাগুরায় ৩ জন, পাবনায় ২ জন, কুমিল্লায় ১ জন, ভোলায় ৩ জন ও রংপুরে ৩ জন সহ ১৮ জন নিহত হয়েছেন।

সংঘর্ষের মাঝে আজ বেলা ১২টা থেকে মোবাইল ফোর-জি ইন্টারনেট পরিষেবা বন্ধের নির্দেশ দেওয়া হয়। তবে ব্রডব্যান্ড ইন্টারনেট এখনো সচল রয়েছে।