আজকাল ওয়েবডেস্ক: বিশ্বে ন‘টি দেশের কাছে পারমাণবিক অস্ত্র রয়েছে। এর মধ্যে রয়েছে আমেরিকা, রাশিয়া, ভারত, চীন, ফ্রান্স, ব্রিটেন, ইজরায়েল, উত্তর কোরিয়া এবং পাকিস্তান। তবে, বিশ্বে এমন অনেক পারমাণবিক অস্ত্র রয়েছে যা সম্পর্কে আজও কেউ জানে না এবং সেগুলি এখনও উদ্বেগের বিষয়।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, যখন আমেরিকা এবং রাশিয়ার মতো শক্তিগুলি একে অপরকে পারমাণবিক বোমা দিয়ে আক্রমণ করতে তৈরি ছিল। তখন পারমাণবিক বোমা-সহ অনেক বিমান উড়ছিল এবং এক ইশারায় ধ্বংসযজ্ঞ চালানোর জন্য প্রস্তুত ছিল।

এই সময়ে, অনেক পারমাণবিক বোমা বিমান থেকে ফেলে দিতেও হয়েছিল নানা কারণে। যদিও কয়েকটি অস্ত্র উদ্ধার করা হয়েছিল, এবং সব অনুসন্ধানের পরেও কয়েকটি পাওয়া যায়নি এবং সেগুলিকে নিখোঁজ ঘোষণা করা হয়েছিল। 

একটি প্রতিবেদন অনুযায়ী, ১৯৫০ সাল থেকে মোট ৩০ বার এরকম ঘটনা ঘটেছে। যেখানে কোনও কারণবশত বিমান থেকে বোমা ফেলতে হয়েছিল। সেগুলি হয় হারিয়ে গিয়েছে অথবা বিস্ফোরণ হয়েছিল। কিন্তু কেউই সে ঘটনা স্বীকার করেননি। কারণ এর ফলে বিশ্বজুড়ে আতঙ্কের সৃষ্টি হতে পারত।

এরকমই একটি ঘটনা ঘটেছিল ১৯৫৮ সালে। ওই বছর ৫ ফেব্রুয়ারি জর্জিয়ার তাইবি দ্বীপে ফেলা হয়েছিল একটি থার্মোনিউক্লিয়ার বোমা ‘ব্রোকেন অ্যারো’। নানা মত অনুযায়ী, বিমানের ওজন কমাতে বোমাটি দ্বীপটিতে ফেলা হয়েছিল।

পরে যখন বোমাটির খোঁজ শুরু হয় তখন সেটি আর পাওয়া যায়নি। জলের তলার তরঙ্গ পরিমাপক যন্ত্র এনেও সেটির খোঁজ মেলেনি। এছাড়াও ১৯৬৫ সালে একটি বি৪৩ থার্মোনিউক্লিয়ার বোমা জাপান উপকূলে ফিলিপাইন সাগরে ফেলা হয়েছিল। জানা গিয়েছে, অসাবধনতাবশত বোমাটি সাগরে পড়ে গিয়েছিল। এরপর আর খুঁজে পাওয়া যায়নি। বোমাটির সঙ্গে আমেরিকার নৌবাহিনীর এক আধিকারিকও হারিয়ে গিয়েছিলেন খুঁজে পাওয়া যায়নি তাঁকেও।