আজকাল ওয়েবডেস্ক: ফের একবার অতিরিক্ত শুল্ক আরোপের হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ব্রিকস সম্মেলন চলার মাঝেই রবিবার মার্কিন প্রেসিডেন্ট  জানিয়েছেন যে, ব্রিকসের "আমেরিকা-বিরোধী নীতি"-র সঙ্গে নিজেদের সামিল করা দেশগুলির উপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপ করা হবে।

প্রেসিডেন্ট জানিয়েছেন যে, তিনি ১২টি দেশকে চিঠি দিয়ে শুল্ক বা চুক্তির মধ্যে থেকে একটি বিকল্প বেছে নেওয়ার জন্য 'শেষ সুযোগ' দেবেন। তবে কোন কোন দেশকে উদ্দেশ্য করে এই চিঠি পাঠানো হয়েছে তা এখনও প্রকাশ করেননি ট্রাম্প। 

 ট্রাম্প ট্রুথ সোশাল-এ একটি পোস্টে বলেছেন, "যেসব দেশ ব্রিকসের আমেরিকা-বিরোধী নীতির সঙ্গে নিজেদের সামিল করবে তাদের উপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপ করা হবে। এই নীতির কোনও ব্যতিক্রম হবে না। এই বিষয়ে আপনাদের মনোযোগের জন্য আপনাকে ধন্যবাদ!"।

ট্রাম্প তাঁর পোস্টে "আমেরিকা-বিরোধী নীতি"র উল্লেখ করেছেন, তবে ঠিক কোন বিরোধীতা তা স্পষ্ট করে জানানো হয়নি।

উল্লেখ্য, বাণিজ্য নিয়ে বেশ কিছু বড় ঘোষণা আগামী বুধবারের মধ্যে  করতে পারে ওয়াশিংটন। সে দেশের রাজস্বসচিব স্কট বেসান্ত রবিবার এমনই ইঙ্গিত দিয়েছেন। এর আগে ট্রাম্পের শুল্ক নীতি নিয়ে শোরগোল পড়েছিল। তারপর আমেরিকার নয়া শুল্কনীতি ৯০ দিনের জন্য স্থগিত রেখেছেন মার্কিন প্রেসিডেন্ট। আগামী বুধবার (৯ জুলাই) সেই স্থগিতকালের মেয়াদ শেষ হচ্ছে। তার আগে বেশ কয়েকটি বাণিজ্যচুক্তি প্রায় চূড়ান্ত করে ফেলার মুখে পৌঁছে গিয়েছে আমেরিকা।

ইতিমধ্যেই চিন, ব্রিটেন এবং ভিয়েতনামের সঙ্গে বাণিজ্যচুক্তি সেরে ফেলেছে আমেরিকা।দক্ষিণ কোরিয়ার প্রতিনিধিরাও আমেরিকায় পৌঁছেছেন। ভারতের সঙ্গে বাণিজ্যিক আলোচনা এখনও চলছে। 

জানা গিয়েছে যে, শুল্ক কমানোর কথা বলে ১০০টি দেশকে চিঠি পাঠাবেন ট্রাম্প। সময়সীমার মধ্যে ওই দেশগুলি মার্কিন পণ্যের উপর শুল্ক না কমালে আগামী ১ অগাস্ট থেকে ওই দেশগুলির উপর চড়া হারে শুল্ক চাপানো হবে। তাহলে কি ভারতও এই চিঠি আসতে পারে? ওয়াশিংটন সূত্রে খবর, ছোট ছোট কিছু রাষ্ট্র, যেগুলির সঙ্গে আমেরিকার খুব বেশি বাণিজ্যিক সম্পর্ক নেই, তাদেরই এই চিঠি পাঠানো হতে পারে।  

মূল ব্রিকস জোট ২০০৯ সালে তাদের প্রথম শীর্ষ সম্মেলনে ব্রাজিল, রাশিয়া, ভারত এবং চীনের নেতাদের একত্রিত করেছিল। এই জোটে পরে দক্ষিণ আফ্রিকাকে যুক্ত করে। গত বছর মিশর, ইথিওপিয়া, ইন্দোনেশিয়া, ইরান, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত এবং ইন্দোনেশিয়াকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। \