আজকাল ওয়েবডেস্ক: গোটা বিশ্বের নজরে এখন অপারেশেন সিঁদুর। পাকিস্তানের জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে ভারতীয় বিমান বাহিনী। এরপরই মার্কিন সরকার সেদেশের নাগরিকদের জন্য বিশেষ নির্দেশিকা জারি করল।
পাকিস্তানের মার্কিন দূতবাসকে ইতিমধ্যে বিশেষ সতর্কতা অবলম্বন করা হয়েছে। তাদেরকে বলা হয়েছে যেন নিরাপদ স্থানে তারা থাকেন। যদি বাইরে বের হতে অসুবিধা হয় তাহলে যেন তারা বাড়ির ভিতরেই থাকেন। সর্বদা যেন তারা সতর্ক থাকেন। নিজের পরিচয়পত্র যেন সর্বদাই কাছে রাখেন।
মার্কিন দূতাবাসের সঙ্গে যেন তারা সর্বদাই যোগাযোগ রাখেন। স্থানীয় সংবাদের দিকে যেন তাদের সর্বদাই নজর থাকে। সেখান থেকেই নিজেকে বাঁচিয়ে রাখার চেষ্টা করেন।
মার্কিন দূতাবাসকে আরও বলা হয়েছে পাকিস্তানের বেশ কয়েকটি জায়গা অতি বিপদজনক। তাই সেখান থেকে যেন নিজেদেরকে বাঁচিয়ে রাখার চেষ্টা করেন তারা। পাকিস্তানের বালুচিস্তানকে জঙ্গিদের ঘর বলে উল্লেখ করা হয়েছে মার্কিন দূতাবাসের পক্ষ থেকে। তাই সেখানে যেন যাওয়ার চেষ্টা না করেন মার্কিন নাগরিকরা।
বুধবার রাতের এই হামলায় ইতিমধ্যে ৮০ থেকে ৯০ জন জঙ্গির মৃত্যু হয়েছে। তার পাশাপাশি ২৬ জন পাকিস্তানি নাগরিকের মৃত্যু ঘটেছে। পাঞ্জাব প্রদেশে যে চারটি জঙ্গি ঘাঁটিতে ভারতীয় বিমান বাহিনী টার্গেট করেছিল সেগুলি হল মারকাজ সুভান আল্লাহ, মারকাজ তৈবা, মেহমোনা জয়া এবং সারজাল ক্যাম্প।
পহেলগাঁওয়ে জঙ্গি হামলার প্রত্যাঘাতে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের একাধিক জঙ্গিঘাঁটিতে চরম আঘাত হানল ভারতের প্রতিরক্ষা বাহিনী। মধ্যরাতে 'অপারেশন সিঁদুর'-এর মাধ্যমে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের ন'টি জায়গায় জঙ্গি ঘাঁটি উড়িয়ে জঙ্গি হামলার পাল্টা জবাব দিল ভারত।
অন্যদিকে ইসলামাবাদের তরফে জানানো হয়েছে, ভারতের হামলায় ২৬ জন পাকিস্তানি নাগরিক প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন আরও ৪৬ জন। এই হামলার পর পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ জানিয়েছেন, ভারতের এই আক্রমণের 'যোগ্য জবাব' দেবেন তাঁরা।
গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ের বৈসরণে বেছে বেছে পুরুষ পর্যটকদের গুলি করে হত্যা করে জঙ্গিরা। সেই ঘটনার ১৫ দিনের মাথায় পাকিস্তানে ভারতের প্রত্যাঘাত 'অপারেশন সিঁদুর'। গভীর রাতের অন্ধকারেই জঙ্গি ঘাঁটি উড়িয়ে যোগ্য জবাব দিল ভারত।
