আজকাল ওয়েবডেস্ক: ভারত স্বাধীনতা দিবসের ৭৯তম বর্ষপূর্তি উদযাপন করছে শুক্রবার, ১৫ আগস্ট। এদিন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে এক ভিডিও, যেখানে এক আমেরিকান কিশোর ভারতের জাতীয় সঙ্গীত ‘জন গণ মন’ পরিবেশন করছেন। ঘটনার একটি ভিডিও আপলোড করা হয়েছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামে। ওই ভিডিওতে দেখা যাচ্ছে, ১৭ বছর বয়সি গেব মেরিট হৃদয়স্পর্শী ভঙ্গিতে রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা গানটি গাইছেন। দিশা পানসুরিয়া নামে এক মহিলা মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাস করেন। তিনি ভিডিওটি ইনস্টাগ্রামে শেয়ার করেন এবং লেখেন, ‘যখন ১৭ বছর বয়সি একজন আমেরিকান ভারতের জাতীয় সঙ্গীত গায়, তখন সত্যিই দেশের জন্য গর্ব বোধ করি’। পানসুরিয়া জানান, গেব বিভিন্ন দেশের জাতীয় সঙ্গীত শিখেছেন, তবে ৫২ সেকেন্ডের ভারতীয় জাতীয় সঙ্গীত তাঁর বিশেষ প্রিয়।
?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Disha pansuriya (@dishakpansuriya)
তিনি ভিডিওটির ক্যাপশনে লিখেছেন, ‘ওহ মাই গড! আমার হৃদয় আনন্দে ভরে গেল। গেব অসাধারণ, প্রায় প্রতিটি দেশের জাতীয় সঙ্গীত জানে, কিন্তু ভারতের গান তাঁর সবচেয়ে প্রিয়। আমি প্রার্থনা করি এবং আশা করি সে তার অসাধারণ প্রতিভার মাধ্যমে অনেক দূর যাবে’। ভিডিওটি বর্তমানে প্রায় ৬০,০০০ ভিউ এবং শত শত কমেন্ট পেয়েছে। অধিকাংশ সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী কিশোরের সঙ্গীত দক্ষতার প্রতি অবাক ও মুগ্ধ হয়েছেন। এক ব্যবহারকারী মন্তব্য করেছেন, ‘এটা আমাদের দেশের জন্য একটা খুব বড় গর্বের মুহূর্ত’। অন্য একজন লিখেছেন, ‘সুন্দর ভাই। আমার ও ভারতের পক্ষ থেকে অনেক ভালোবাসা। আমি তোমাকে ভারতের সুন্দর দেশে আমন্ত্রণ জানাই’।
উল্লেখ্য, রবীন্দ্রনাথ ঠাকুর ১৯১৩ সালে সাহিত্যে নোবেল পুরস্কার অর্জন করেন। ১৯১১ সালের ১১ ডিসেম্বর তিনি প্রথমে বাংলায় ‘ভারত ভাগ্য বিধাতা’ হিসেবে গানটি রচনা করেন। ২৪ জানুয়ারি ১৯৫০ সালে সংবিধানসভা ভারতের জাতীয় সঙ্গীত হিসেবে এই গানটি গ্রহণ করে। উল্লেখ্য, ১৯৪৭ সালে নিউইয়র্কে অনুষ্ঠিত জাতিসংঘের সাধারণ পরিষদের বৈঠকে ভারতের প্রতিনিধি দলও ‘জন গণ মন’ রেকর্ডিং হিসেবে দেশের জাতীয় সঙ্গীত উপস্থাপন করেছিলেন। এদিন দেশজুড়ে পালিত হয়েছে ৭৯তম স্বাধীনতা দিবস। অন্যান্য বছরের মতো এদিনও স্বাধীনতা দিবসের সকালে লাল কেল্লায় হাজির হয়েছেন প্রধানমন্ত্রী। দেশের উদ্দেশে স্বাধীনতা দিবসে মোদি কী বার্তা দেন, নজর ছিল সেদিকে। একই সঙ্গে জল্পনা ছিল, বার্তায় অবশ্যই থাকবে অপারেশন সিঁদুর প্রসঙ্গ। হল তাই।
স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী বারে বারে কড়া হুমকি, হুঁশিয়ারি এবং সাফ বার্তা দিলেন পাকিস্তানকে। বক্তব্যে অপারেশন সিঁদুর হিরোদের প্রশস্তি করেন প্রধানমন্ত্রী। পহেলগাঁও হামলা প্রসঙ্গে মোদি বলেন, অপারেশন সিঁদুর ছিল ভারতীয়দের ক্রোধের প্রতিফলন। শত্রুদের কল্পনাতীত শাস্তি দেওয়া হয়েছে, বক্তব্যে উল্লেখ করেন মোদি। তিনি বলেন, এখনও প্রতিদিন পাকিস্তানের ঘুম বিঘ্নিত হয়। ভারতের সশস্ত্র বাহিনী পাকিস্তানে যে ধ্বংসযজ্ঞ চালিয়েছে তা এতটাই ব্যাপক ছিল যে প্রতিদিন নতুন নতুন তথ্য প্রকাশ পাচ্ছে বলেও উল্লেখ করেন তিনি। পহেলগাঁও হামলা পর, কীভাবে প্রত্যাঘাত, পরিকল্পনার সেনাকে পূর্ণ স্বাধীনতা দিয়েছিল কেন্দ্র। সেই প্রসঙ্গে ফের এদিন মনে করান প্রধানমন্ত্রী। বলেন, ২২ এপ্রিলের পর, আমরা বাহিনীকে পরিকল্পনা, লক্ষ্য এবং সময় বেছে নেওয়ার পূর্ণ স্বাধীনতা দিয়েছিলাম এবং আমাদের বাহিনী এমন কিছু করেছে যা দশকের পর দশক ধরে কখনও ঘটেনি।