আজকাল ওয়েবডেস্ক: ভারত স্বাধীনতা দিবসের ৭৯তম বর্ষপূর্তি উদযাপন করছে শুক্রবার, ১৫ আগস্ট। এদিন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে এক ভিডিও, যেখানে এক আমেরিকান কিশোর ভারতের জাতীয় সঙ্গীত ‘জন গণ মন’ পরিবেশন করছেন। ঘটনার একটি ভিডিও আপলোড করা হয়েছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামে। ওই ভিডিওতে দেখা যাচ্ছে, ১৭ বছর বয়সি গেব মেরিট হৃদয়স্পর্শী ভঙ্গিতে রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা গানটি গাইছেন। দিশা পানসুরিয়া নামে এক মহিলা মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাস করেন। তিনি ভিডিওটি ইনস্টাগ্রামে শেয়ার করেন এবং লেখেন, ‘যখন ১৭ বছর বয়সি একজন আমেরিকান ভারতের জাতীয় সঙ্গীত গায়, তখন সত্যিই দেশের জন্য গর্ব বোধ করি’। পানসুরিয়া জানান, গেব বিভিন্ন দেশের জাতীয় সঙ্গীত শিখেছেন, তবে ৫২ সেকেন্ডের ভারতীয় জাতীয় সঙ্গীত তাঁর বিশেষ প্রিয়।

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Disha pansuriya (@dishakpansuriya)