আজকাল ওয়েবডেস্ক: হোয়াটসঅ্যাপ নিয়ে আমরা সকলেই কাজ করে থাকি। সেখানে নিজেদের ফোন থেকে হোক বা ডেক্সটপ থেকে। সর্বত্রই একে নিয়ে কাজ করা যায়। চাকরি থেকে শুরু করে সমস্ত ধরণের কথাবার্তা চলে এখান থেকেই। তবে এবার হোয়াটসঅ্যাপ নিজের ডেক্সটপে কানেক্ট করতে হলে সেখান থেকে বেশ কয়েকটি পরিবর্তন ঘটবে বলেই জানিয়ে দিয়েছে মেটা।


যদি আপনি দ্রুত নিজের স্মৃতিকে একবার ঘুরে দেখেন তাহলে সেখান থেকে আপনি দেখতে পারেন ২০২১ সাল থেকে হোয়াটসঅ্যাপের ডেক্সটপ ভার্সন প্রথম শুরু হয়েছিল। ফলে সেখান থেক দেখতে হলে আর এটি আপডেট করা হয়নি। এটি সেখান থেকেই নিজের কাজ করে চলেছে। তবে এবার নতুন কী আসতে চলেছে সেটি সকলের জেনে নেওয়া দরকার। এবিষয়ে স্পষ্ট করে কিছু বলেনি মেটা। তবে তাদের পক্ষ থেকে বলা হয়েছে তারা নতুন যে আপডেট নিয়ে আসবে তাতে হোয়াটসঅ্যাপ থেকে কাজ করা আরও সহজ হয়ে যাবে। এতদিন পর্যন্ত সকলে নিজের ডেক্সটপে যেভাবে একে নিয়ে কাজ করতে পারতেন সেখান থেকে অনেক বেশি সহজে কাজ করতে পারবেন।


মেটার এই সিদ্ধান্তের পর অনেকেই একে সমর্থন করেছেন। তবে অনেকে বলছেন এটি খুব একটা সুবিধার বলে মনে হবে না। নতুন হোয়াটাসঅ্যাপ ভার্সনে অনেক বেসি ব়্যাম খরচ হবে। সেখানে নিজের পুরনো মেশিনে যদি এর আপডেট না থাকে তাহলে সেখান থেকে এটি বিশেষ কাজ করবে না বা কাজ করলেও সেখানে এর সমস্ত ফিচার মিলবে না। অনেকে মনে করছেন নতুন আপডেট যদি বিচার করা হয় তাহলে সেটি আরও ৩০ শতাংশ বেশি ব়্যাম খরচ করবে।


জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। যা সারা বিশ্বে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। ব্যবহারকারীদের জন্য হোয়াটসঅ্যাপ বিভিন্ন ফিচার যুক্ত করে নিয়মিত। যা ব্যবহারকারীদের অভিজ্ঞতা আরও ভালো করে। তবে মেটার মালিকানাধীন এই অ্যাপে এমন অনেক ফিচার রয়েছে যা এখনও জানেন না ব্যবহারকারীরা। 


এক. হোয়াটসঅ্যাপ চালু কারো চ্যাটে গেলেই নিচের দিকে দেখা যায় বেশ কয়েকটি আইকন। তার মধ্যে থাকে ক্যামেরা, ডকুমেন্ট ও মাইক্রোফোন। ওই মাইক্রোফোনে ক্লিক করলে পাঠানো যায় ভয়েস মেসেজ। কিন্তু কিবোর্ডে থাকে আরো একটি মাইক্রোফোন। সেটির ব্যবহার জানেন? সেটিংসে গিয়ে ভাষা পরিবর্তন করে নিয়ে ওই মাইক্রোফোন ক্লিক করে আপনি যা বলবেই সেটাই ওই ভাষায় টাইপ হয়ে স্ক্রিনে আসবে। ফলে আপনাকে আর পরিশ্রম করে টাইপ করতে হবে না।


দুই. যেকোনও প্রয়োজনে হোয়াটসঅ্যাপের কিবোর্ডই হয়ে উঠতে পারে স্ক্যানার? আপনি কাউকে কোনও লেখা পাঠাতে চাইছেন। এতদিন ছবি খাতায় লেখার ছবি তুলে পাঠাতেন। আর সেকাজ করবেন না। মেসেজে ট্যাপ করলেই পাবেন অটোফিল অপশন। তাতে ক্লিক করলেই কিবোর্ডটি হয়ে যাবে স্ক্য়ানার। ছবি তুলে যে লেখা পাঠাচ্ছিলেন, সেটা স্ক্য়ান করে পাঠিয়ে দিন।

আরও পড়ুন: মুম্বইতে গেলেই মিলবে কুবেরের ধন, কেন এমন বলছেন বিশেষজ্ঞরা


তিন. হোয়াটসঅ্যাপে রয়েছে মেসেজ ট্রান্সক্রিপ্ট অপশনও। এই ফিচার ব্যবহারে ভয়েস মেসেজ লিখিত আকারে দেখতে পাবেন। তাতে পথে ঘাটে মানুষের মাঝে থাকলে আর হেডফোন খুঁজে শুনতে হবে না। এটার জন্য প্রথমে যেতে হবে সেটিংসে। তারপর অন করতে হবে ভয়েস মেসেজ ট্রান্সক্রিপ্ট অপশন। এরপর পছন্দ করতে হবে ভাষা। যে কোনো ভয়েস মেসেজ লিখিত আকারে পেয়ে যাবেন স্ক্রিনে।