আজকাল ওয়েবডেস্ক: মঙ্গলবার সাতসকালে মধ্য কলকাতার এক্সাইড মোড়ে রক্তারক্তি কাণ্ড। বাস কন্ডাক্টরের সঙ্গে খণ্ডযুদ্ধ বাধল এক যুবতী এবং তাঁর মায়ের। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হস্তক্ষেপ করতে হল পুলিশকে। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় এক্সাইড মোড় এলাকায়। জানা গিয়েছে, এদিন সকালে এক যুবতী তাঁর মাকে নিয়ে ডাক্তার দেখাতে যাচ্ছিলেন। বাস ধরার জন্য তিনি দাঁড়িয়ে ছিলেন এক্সাইড মোড়ে।

 

 

বাস আসতেই তিনি হাত দিয়ে বাসটিকে দাঁড়াতে বলেন। কিন্তু নির্দিষ্ট স্টপেজে না দাঁড়িয়ে বাসটি কিছুটা এগিয়ে যায়। বাসটি দাঁড় করানোর জন্য কন্ডাক্টারকে ডাকতে থাকেন যুবতী। কিছুটা এগিয়েও যান। সেই দেখে কন্ডাক্টর ওই যুবতীকে ছিনতাইবাজ ভেবে এক চড় কষিয়ে দেন। এই চড় মারাকে কেন্দ্র করে বচসা ছড়িয়ে পড়ে দুই পক্ষের মধ্যে। রাগের মাথায় ওই যুবতীর মা লাঠি দিয়ে বাস কন্ডাক্টরের মাথায় আঘাত করেন। মাথা ফেটে যায় তাঁর। তাঁকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। 

 

 

পরবর্তীতে তিনজনকেই আটক করে ভবাবীপুর থানার পুলিশ। আপাতত যান চলাচল স্বাভাবিক হয়েছে ওই এলাকায়। উল্লেখ্য, সম্প্রতি কলকাতায় একাধিক বাস দুর্ঘটনার ঘটনা ঘটে। কিছুদিন আগেই বিধাননগর স্টেশনের কাছে বাস দুর্ঘটনার ঘটনা ঘটে। তাতে মৃত্যু হয় এক স্কুল পড়ুয়ার। সাধারণ মানুষের নিরাপত্তার কথা মাথায় রেখে বাস মালিক সংগঠনের সঙ্গে বৈঠকও করেছেন রাজ্যের পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও নির্দেশ দিয়েছেন যাতে রাস্তাঘাটে বাস চলাচলে নিয়ন্ত্রণ আনা হয়।