আজকাল ওয়েবডেস্ক: ফের বিমানে বোমাতঙ্ক। আকাসা এয়ারলাইন্সের বিমানে বোমাতঙ্ক। আকাসা এয়ারলাইন্সের QC1563 বিমানে বোমাতঙ্ক। পুনে থেকে কলকাতা আসার পথে বোমাতঙ্ক। পুনে থেকে ১:২৫ নাগাদ কলকাতার উদ্দেশ্য রওয়ানা দেয় বিমানটি। ৪:৩০ নাগাদ অবতরণ করে কলকাতা বিমানবন্দরে।
মাঝ আকাশে বিমানটি থাকাকালীন বিমানবন্দরে একটি ফোন আসে যেখানে বলা হয় এই বিমানে বোম্ব রাখা আছে। কলকাতা বিমানবন্দরের উদ্যেশ্য রওয়ানা দিয়েছিল পুনে থেকে বিমানটি।
অবরতন করানো হয়েছে বিমানটির। অবতরণ করিয়ে সোজা নিয়ে যাওয়া হয়েছে আইসলেশন বে-তে। এয়ারপোর্টের তরফে জানানো হয়েছে যে তারা একটি টুইট দেখতে পান। বিমানবন্দর কতৃপক্ষ পুরো বিষয়টি তদন্ত করে দেখছে।।
বিমানটিকে রানওয়ে থেকে সরিয়ে দূরে রাখা হয়েছে। ঘটনাস্থলে রয়েছে বোম্ব স্কোয়াড, দমকলের কর্মীরা। গত এক মাস ধরে এরম ভুয়ো ফোন আসছে কলকাতা বিমানবন্দরে। গত এক সপ্তাহে অন্তত ১০০টি বিমানে বোমাতঙ্ক ছড়িয়েছে। বোমা রাখার হুমকিতে আতঙ্কিত হয়েছেন যাত্রীরাও।
গত এক সপ্তাহ ধরে দেশের বিভিন্ন বিমান সংস্থাগুলিতে হুমকিবার্তা পাঠানো হচ্ছে। ছ’দিনে বোমাতঙ্কের ঘটনা ঘটেছে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস, ইন্ডিগো, স্পাইসজেট, আকাসা এয়ারলাইন্সের একের পর এক দেশীয় এবং আন্তর্জাতিক বিমানে। তার মধ্যে ৩০টি বোমাতঙ্কের ঘটনা ঘটেছে শুধু শনিবারেই।
