আজকাল ওয়েবডেস্ক: সাতসকালে খাস কলকাতায় এক শ্রমিকের পচাগলা দেহ উদ্ধারকে কেন্দ্র করে ছড়াল চাঞ্চল্য। ঘটনাটি ঘটেছে ফুলবাগান থানা এলাকায়। মৃত শ্রমিকের নাম, নির্মল কুমার রাম। ৫০ বছর বয়সি ওই শ্রমিকের পচাগলা দেহ উদ্ধার করেছে পুলিশ। দেহটি ইতিমধ্যেই ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। খুন না আত্মহত্যা, খতিয়ে দেখছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, বুধবার রাতে ফুলবাগানের এক পরিত্যক্ত জুটমিলের পাশ থেকে পচা, দুর্গন্ধ বের হয়। এরপরই স্থানীয়রা লালবাজারে খবর পাঠান। লালবাজার থেকে ফুলবাগান থানায় জানানো হয়। ঘটনাস্থলে পৌঁছে জুটমিলের শ্রমিকদের কোয়ার্টারে তল্লাশি চালানো হয়। কোয়ার্টারের একতলায় এক বন্ধ ঘরের মধ্যে থেকে শ্রমিকের পচাগলা দেহ উদ্ধার করে পুলিশ।
পুলিশ জানিয়েছে, ঘরটি ভিতর থেকে বন্ধ ছিল। তার মধ্যেই ছিল শ্রমিকের পচাগলা দেহ। দেহটি উদ্ধার করে প্রথমে এনআরএস হাসপাতালে নিয়ে যায় পুলিশ। এরপর ময়না তদন্তের জন্য পাঠানো হয়। খুন না আত্মহত্যা, তা এখনও জানা যায়নি। ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর সুস্পষ্ট কারণ জানা যাবে।
জানা গিয়েছে, মৃত শ্রমিক একসময়ে ওই জুটমিলেই কাজ করতেন। গত কয়েক বছর আগে অন্যত্র কাজ করতে শুরু করেন। তাঁর পরিবারের তরফে কোনও অভিযোগ দায়ের করা হয়নি। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত করছে ফুলবাগান থানার পুলিশ।
