আজকাল ওয়েবডেস্ক: বৃহস্পতিবারের পর শনিবার। ৪৮ ঘণ্টার মধ্যে একই ঘটনার পুনরাবৃত্তি। জুনিয়র চিকিৎসকদের সঙ্গে আলোচনার জন্য এবার তিন ঘণ্টা অপেক্ষা করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বর্ষণমুখর সন্ধেয় নিজের বাড়ির দোরগোড়ায় চিকিৎসকদের জন্যে অপেক্ষা করছিলেন তিনি। গতবারের মতো আবারও সেই লাইভ স্ট্রিমিং ইস্যুতে অনড় আন্দোলনকারী চিকিৎসকরা। লাইভ স্ট্রিমিং ইস্যুতে আজকেও কাটল না জট। ফলে ভেস্তে গেল বৈঠক।
শনিবার সকালে আচমকা স্বাস্থ্যভবনের সামনে চিকিৎসকদের ধর্নামঞ্চে হাজির হন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আন্দোলনরত চিকিৎসকদের কাছে বৈঠকে বসার আহ্বান জানান তিনি। তাঁর প্রচেষ্টাকে সাধুবাদ জানান চিকিৎসকরাও। ঠিক হয়, আজ সন্ধেতেই বৈঠক হবে। তবে নবান্নে নয়। এবার কালীঘাটে, মুখ্যমন্ত্রীর বাসভবনে। সন্ধে ছ'টার আগেই বৃষ্টি মাথায় নিয়ে মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়ির উদ্দেশে রওনা দেন জুনিয়র চিকিৎসকরা।
পৌনে সাতটা নাগাদ কালীঘাটে পৌঁছলেও, মুখ্যমন্ত্রীর বাড়ির ভিতরে পা রাখেননি আন্দোলনকারী চিকিৎসকরা। এবার টিমে তাঁরা দুইজনকে নিয়ে এসেছিলেন। স্বচ্ছতার কারণে তাঁদের ভিডিওগ্রাফার গোটা বৈঠকের ভিডিও করবেন বলে দাবি তোলেন তাঁরা। কিন্তু ভিডিওগ্রাফিতে আপত্তি রাজ্য সরকারের। বৈঠকের জন্য দুই পক্ষ রাজি থাকলেও, লাইভ স্ট্রিমিং বা ভিডিওগ্রাফি ইস্যুতে পিছিয়ে এল এবারেও।
রাত ন'টা পর্যন্ত মুখ্যমন্ত্রীর বাড়ির বাইরে বৃষ্টিতে ভিজেই অপেক্ষা করেন চিকিৎসকরা। ছাতা নিতে অনুরোধ করলেও, তা শোনেননি তাঁরা। এমনকী চা খাওয়ার আহ্বানেও সাড়া দেননি। শেষমেশ বাড়িতে ঢুকে যান মুখ্যমন্ত্রী। একে একে মুখ্যমন্ত্রীর বাসভবন থেকে বেরিয়ে যান মুখ্যসচিব মনোজ পন্থ, স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যরা।
